রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৭ই বৈশাখ ১৪৩২


নাটোরে যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার


প্রকাশিত:
১৩ আগস্ট ২০২২ ২৩:২৭

আপডেট:
২০ এপ্রিল ২০২৫ ১১:২৮

ফাইল ছবি

নাটোরে রেললাইনের পাশ থেকে নূরসাদ প্রামানিক (৩২) নামে এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে নাটোর সদরের কালিকাপুর আমহাটি গ্রামের রেললাইনের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত নূরসাদ প্রামানিক একই গ্রামের মো. রুপচাঁদ প্রামানিকের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আমহাটি গ্রামে মসজিদের মুসল্লিরা ফজরের নামাজের পর গ্রামের রেললাইনের পাশে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে। নিহতের কপাল ও মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।

নাটোর থানার অফিসার ইনচার্জ নাছিম আহমেদ লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেছেন, নূরসাদ প্রামানিকের মৃত্যু কিভাবে হয়েছে বা কারা তাকে হত্যা করেছে বিষয়টির তদন্ত চলছে। প্রাথমিক তদন্ত শেষে ও লাশের ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে তার মৃত্যুর কারণ জানা যাবে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top