মুন্সিগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষ
প্রকাশিত:
২২ সেপ্টেম্বর ২০২২ ০২:৫৪
আপডেট:
২০ এপ্রিল ২০২৫ ২১:১৬

মুন্সিগঞ্জ সদর উপজেলায় পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার(২১ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে মুক্তারপুরের পুরোনো ফেরিঘাট এলাকায় এই সংঘর্ষ হয়।
সংঘর্ষে উভয়পক্ষের অনেকেই আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকালে মুক্তারপুরের পুরোনো ফেরিঘাট এলাকায় বিএনপির পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল। কর্মসূচি থেকে বিক্ষোভ মিছিল নিয়ে এগোতে চাইলে পুলিশ বিএনপির নেতা-কর্মীদের বাধা দেয়। এসময় তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া শুরু করে। পুলিশও রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছুড়ছে। উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হওয়ার পাশাপাশি ইটপাটকেলের আঘাতে দুজন সংবাদকর্মীও আহত হয়েছেন।
আপনার মূল্যবান মতামত দিন: