সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৭ই বৈশাখ ১৪৩২


১১ বছর ভুয়া সার্টিফিকেট দিয়ে উকালতি, সদস্যপদ বাতিল


প্রকাশিত:
১২ অক্টোবর ২০২২ ০৩:৩৬

আপডেট:
১২ অক্টোবর ২০২২ ০৩:৩৭

ছবি সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে ভুয়া সনদ দিয়ে ২০১১ সাল থেকে ওকালতি করায় মোঃ আব্দুর রহমান (২) নামের এক ব্যক্তির সদস্যপদ বাতিল করেছে জেলা আইনজীবী সমিতি। সোমবার (১০ অক্টোবর) সমিতির এক সভায় এ সিদ্ধান্ত হয়।

চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জোবদুল হক জানান, মোঃ আব্দুর রহমান (২) নামের এক ব্যক্তি বিএ পাস না করেও ভুয়া সনদ দিয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্যপদ গ্রহণ করে তিনি ২০১১ সাল থেকে ওকালতি করে আসছেন।

বিষয়টি নিয়ে বাবুল আক্তার নামে এক ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতি, দুদক ও আইন মন্ত্রণালয়ে অভিযোগ দেন এবং অভিযোগ পাবার পর জেলা আইনজীবী সমিতি তদন্ত শুরু করে।

তদন্তে জানা যায়, মোঃ আব্দুর রহমান-২ নামের ব্যক্তিটি বিএ পাস করেননি। তিনি বিএ পাসের ভুয়া সনদ দিয়ে আইন পেশায় আসেন। যে কারণে তার মোঃ আব্দুর রহমান (২) এর সদস্যপদ বতিল করা হয়েছে।

এ ব্যাপারে বহিষ্কৃত মোঃ আব্দুর রহমান (২) বলেন, তিনি বি.এ ইংরেজি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর পুনরায় বোর্ড চ্যালেঞ্জ করে পাস করেন। কিন্তু পাসের ফলাফল সংবলিত রেজাল্ট সিটটি দাখিল করা হয়নি। তবে আগামী এক সপ্তাহের মধ্যে তিনি সেই কাগজ জেলা আইনজীবী সমিতিতে দাখিল করবেন এবং তার সদস্য পদ পুনরায় ফিরে পাবেন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top