সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৭ই বৈশাখ ১৪৩২


ভোটকেন্দ্রের মাঠে জমজমাট মাছ বিক্রি


প্রকাশিত:
১৮ অক্টোবর ২০২২ ০২:৫০

আপডেট:
২১ এপ্রিল ২০২৫ ০৩:০৫

ছবি সংগৃহীত

ডালায় হরেক রকমের দেশি মাছ সাজিয়ে বসে আছেন একজন মাছ বিক্রেতা। কেনার লোকজনও মন্দ নয়। পছন্দমতো মাছ কিনছেন তারা। কিন্ত এটি কোনো মাছের বাজারের দৃশ্য নয়, ভোটকেন্দ্রের মাঠের চিত্র।

সোমবার (১৭ অক্টোবর) দুপুর ১টার দিকে কিশোরগঞ্জের ভৈরব উপজেলা প্রাঙ্গণে জেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণের সময় আশপাশের এলাকায় ভোটার ও জনসমাগম ছিল উৎসবমুখর। সেখানেই কেন্দ্রের বাইরে মাছ বিক্রি করছিলেন উপজেলার আগানগর গ্রামের মাছবিক্রেতা মুক্তার মিয়া।

তিনি জানান, ‘উপজেলার পাশের একটি বাজারে মাছ বিক্রি করেন। আজ জানতে পেরেছেন নির্বাচন চলছে। ভোটকেন্দ্রের মাঠে এসে দেখেন অনেক লোকজন এসেছেন। পরে মাছের ডালা সাজিয়ে মাছ বিক্রি করতে বসেছেন। এখন পর্যন্ত অনেকে মাছ কিনেছেন। তাদের মধ্য পুলিশের একজন এসআই দেশীয় প্রজাতি দুই কেজি বেলে মাছ নিয়েছেন।’

সরেজমিনে দেখা যায়, সকাল ৯টা থেকে শুরু হয়ে চলছে ভোটগ্রহণ। তবে উপজেলা প্রাঙ্গণে ভোটারের চেয়ে সাধারণ জনগণ বেশি। মানুষের ভিড়কে কেন্দ্র করে মাছ বিক্রিসহ বিভিন্ন ধরনের পণ্যের পসরা সাজিয়ে বসে আছেন ভ্রাম্যমাণ হকাররা।

ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাদিকুর রহমান সবুজ জানান, এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণ পরিবেশেই ভোটগ্রহণ চলছে।

কিশোরগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন প্রার্থী। এছাড়া ভৈরব উপজেলা সদস্য পদে নির্বাচনে চারজন ও সংরক্ষিত নারী সদস্য পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top