সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


দুই আ.লীগ নেতাকে দুদকের চিঠি


প্রকাশিত:
২১ নভেম্বর ২০২২ ০৫:২২

আপডেট:
২১ এপ্রিল ২০২৫ ১২:২৪

 ফাইল ছবি

সাভারের আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ফারুক হাসান তুহিন এবং তার ছোট ভাই কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল হাসান শাহীনের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ এনে সম্পত্তির হিসাব চেয়েছে দুদক। রোববার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক কমলেশ মন্ডল। এর আগে গত ৯ নভেম্বর তাদের সম্পদের হিসাব চেয়ে চিঠি পাঠানো হয়।

তারা উভয়ই সাভার পৌরসভার মেয়র আব্দুল গনির ছেলে।

খোঁজ নিয়ে জানা, সাভারের আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ফারুক হাসান তুহিন এবং তার ছোট ভাই কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল হাসান শাহীনের নামে বেনামে প্রচুর সম্পদ রয়েছে। দ্রুত সময়ের মধ্যে অনেক কিছুর মালিক হওয়ায় তাদের সম্পদের হিসাব চেয়ে চিঠি দেওয়া হয়েছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) হিসাব চেয়ে পাঠানো চিঠিতে লেখা হয়েছে, ওই দুই আওয়ামী নেতাদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এ ধরনের অভিযোগ থাকায় ফারুক হাসান তুহিন, তার স্ত্রী নাসরিন আক্তার (৩৮), ছেলে তৌফিক হাসান সোয়াদ ও তাসফিক হাসান সাবিদসহ ছোট ভাই কামরুল হাসান শাহীন, তার স্ত্রী সুলতানা আক্তার, দুই ছেলে তাহসান হাসান রোহান ও তাহসিন হাসান রিয়ানের নামে জারীকৃত জমি, ফ্ল্যাট বা প্লটের তালিকা চেয়েছে দুর্নীতি দমন কমিশন।

চিঠিতে আরও বলা হয়, চিঠি পাওয়ার সাত কর্মদিবসের মধ্যে তথ্য প্রেরণ করতে হবে। তবে ৭ দিন অতিবাহিত হলেও ওই আওয়ামী নেতা চিঠি সম্পর্কে জানেন না বলে জানা গেছে।

আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ফারুক হাসান তুহিন বলেন, চিঠি সম্পর্কে কোনো কিছু আমার জানা নাই।

এ ব্যাপারে দুদকের উপ-পরিচালক ও অভিযোগের তদন্ত কর্মকর্তা কমলেশ মন্ডল বলেন, ফারুক হাসান তুহিন এবং কামরুল হাসান শাহিনের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ থাকায় তাদের চিঠি দেওয়া হয়েছে। চিঠি পাওয়ার ৭ দিনের মধ্যে তাদের তথ্য দেওয়ার জন্য বলা হয়েছে।

সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসমাইল হোসেন বলেন, তাদের নামে কোন চিঠি আছে কি না এই মুহুর্তে বলতে পারছি না। এমন অনেক চিঠি আমাদের কাছে আসে। তবে তাদের নামে কোনো চিঠি আছে কিনা তা দেখে পরে জানানো হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top