সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


একটি জনসভায় সরকার উল্টে যায় না: ইনু


প্রকাশিত:
৫ ডিসেম্বর ২০২২ ০৩:১১

আপডেট:
২১ এপ্রিল ২০২৫ ১২:২১

ছবি সংগৃহিত

জাসদ সভাপতি হাসানুল ইনু বলেছেন, ১০ ডিসেম্বরের জনসভা নিয়ে এতো কথা বলার কারণ দেখছি না। একটি জনসভায় সরকার উল্টে যায় না।

রোববার (৪ ডিসেম্বর) বেলা ১১টায় কুষ্টিয়ার মিরপুরের হালসা আদর্শ ডিগ্রি কলেজে বিজয়ের পঞ্চাশ বছর, বাঙালির অর্জন শীর্ষক আলোচনা সভার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

হাসানুল হক ইনু বলেন, এ সময়ে অর্থনৈতিক সংকট সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হলো সংবিধান রক্ষা। সঠিক সময়ে নির্বাচন ও যে কোনো মূল্যে জঙ্গি গোষ্ঠীকে ক্ষমতার বাইরে রাখা। নির্বাচন বিএনপি-জামায়াতের এজেন্ডা নয়। তাদের এজেন্ডা সরকার উৎখাত করে ক্ষমতা দখল করা। কৌশলে জামায়াত-রাজাকার জঙ্গিদের পুনরুজ্জীবিত করা।

কলেজের অধ্যক্ষ জহুরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাদের, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী প্রমুখ বক্তব্য রাখেন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top