বুধবার, ৯ই এপ্রিল ২০২৫, ২৫শে চৈত্র ১৪৩১


কক্সবাজারে ২ ট্রাকের সংঘর্ষে পথচারী নিহত


প্রকাশিত:
১০ এপ্রিল ২০২১ ১৭:১৩

আপডেট:
৯ এপ্রিল ২০২৫ ০২:৫৬

ফাইল ছবি

কক্সবাজারের রামু উপজেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক পথচারী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও তিনজন।

শুক্রবার (০৯ এপ্রিল) রাত ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের চা-বাগান স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পথচারীর নাম মোহাম্মদ শরীফ (৫০) রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের লাঠি মৌলভীটেক তিনঘরিয়াপাড়ার আবু শামার ছেলে।

রামু থানার ওসি এ কে এম আজমিরুজ্জান জানান, রাতে রামুর চা-বাগান স্টেশনে চট্টগ্রামগামী মিনি ট্রাকটির চালক এক পথচারীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় বিপরীত দিক থেকে মালবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এ ঘটনায় হতাহতদের উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক পথচারী ব্যক্তিকে মৃত ঘোষণা করেন।

এতে দুর্ঘটনায় মিনি ট্রাকচালক ও সহকারী এবং এর একযাত্রী আহত হয়েছেন। তারা চকরিয়া উপজেলার খুটাখালী এলাকার বাসিন্দা।

চালক ও সহকারীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top