রবিবার, ২০শে জুলাই ২০২৫, ৫ই শ্রাবণ ১৪৩২


তিন পদে ২৮ জনকে চাকরি দেবে বাংলাদেশ ব্যাংক


প্রকাশিত:
২৯ এপ্রিল ২০২১ ১৭:৫২

আপডেট:
২০ জুলাই ২০২৫ ১৩:৩০

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কর্মকর্তা নিয়োগ দেবে বাংলাদেশ ব্যাংক। তিনটি পদে মোট ২৮ জনকে নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। প্রার্থীদের বয়স ২৭ এপ্রিলে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে এ বয়সসীমা ৩২ বছর।

এসব পদের বেতন স্কেল ১৬০০০-৩৮৬৪০ টাকা। অন্যান্য সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে দেওয়া হবে।

পদের নাম- অফিসার (পুরকৌশল ছয়টি, তড়িৎকৌশল ১৪টি, যন্ত্রকৌশল আটটি)। এসব পদে আবেদনের জন্য লাগবে না কোনও আবেদন ফি।

এ নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু হয়েছে। আগামী ৩১ মে পর্যন্ত আবেদন করা যাবে ।

আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা- সংশ্লিষ্ট বিষয়ে যেকোনও স্বীকৃত পলিটেকনিক ইনস্টিটিউট থেকে চার বছর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা তদূর্ধ্ব কোনো পর্যায়ের পরীক্ষায় কমপক্ষে একটি প্রথম শ্রেণি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ থাকা যাবে না।

বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট https://erecruitment.bb.org.bd/onlineapp/joblist.php থেকে আবেদন করতে পারবেন প্রার্থীরা।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top