শনিবার, ৫ই জুলাই ২০২৫, ২০শে আষাঢ় ১৪৩২


নোয়াখালীতে স্কুল ব্যাংকিং কনফারেন্স-২০২৪ অনুষ্ঠিত


প্রকাশিত:
২০ মে ২০২৪ ১৮:৫২

আপডেট:
৫ জুলাই ২০২৫ ০২:২৪

ছবি সংগৃহিত

ছবি সংগৃহিত

রূপালী ব্যাংক পিএলসি এর উদ্যোগে নোয়াখালীতে অনুষ্ঠিত হয়েছে স্কুল ব্যাংকিং কনফারেন্স-২০২৪। শনিবার (১৮ মে, ২০২৪) মাইজদী নোয়া কনভেনশন সেন্টারে জেলার বিভিন্ন স্কুলের ছাত্র, শিক্ষকসহ বাংলাদেশ ব্যাংক ও রুপালী ব্যাংক পিএলসির ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় এই স্কুল ব্যাংকিং কনফারেন্স।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ ব্যাংকের ফাইনান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্ট এর পরিচালক মোঃ ইকবাল মহসীন, এফআইডি এর যুগ্ম পরিচালক মোঃ মোশারফ হোসেন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংকের জিএম মোঃ শাহজাহান , নোয়াখালী জেলা শিক্ষা অফিসার, নোয়াখালী জিলা স্কুলের প্রধান শিক্ষক, হরিনারায়ণ পুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং রূপালী ব্যাংক পিএলসির ডিজিএম ও নোয়াখালীর জোনাল ম্যানেজার শেখ কামাল উদ্দিন আহমেদ, জনতা ব্যাংক পিএলসি র ডিজিএম সহ অন্যান্য সরকারি ও বেসরকারি ব্যাংকের উর্ধতন নির্বাহী, কর্মকর্তা, শিক্ষক ও ছাত্র ছাত্রীবৃন্দ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রূপালী ব্যাংক পিএলসি র মহাব্যবস্হাপক ও বিভাগীয় কার্যালয় কুমিল্লার বিভাগীয় প্রধান মোহাম্মদ আমীর হোসেন ।

এই কনফারেন্সের প্রধান উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের মাঝে সঞ্চয় সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা ও দেশের অর্থনীতিতে সঞ্চয়ের অবদান তুলে ধরা।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top