সন্ধ্যায় ঢাকায় আসছেন কানাডার ইন্দো-প্যাসিফিক বাণিজ্য প্রতিনিধি
প্রকাশিত:
৩ মে ২০২৫ ১৭:৩৮
আপডেট:
৪ মে ২০২৫ ০৭:২৭

চার দিনের সফরে শনিবার (০৩ মে) সন্ধ্যায় ঢাকায় আসছেন কানাডার ইন্দো-প্যাসিফিক বাণিজ্য প্রতিনিধি দল। ব্যবসায়িক ওই প্রতিনিধি দলের নেতৃত্ব দিবেন পল থোপিল। রোববার (০৪ মে) থেকে তাদের সফর কার্যক্রম শুরু হবে।
ঢাকাস্থ কানাডীয় হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশ সফরকালে থোপিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ সদস্য, অন্যান্য অংশীজন এবং বেসরকারি খাতের নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করবেন।
এ সফরে তিনি বাংলাদেশের চলমান গণতান্ত্রিক সংস্কার ও একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে কানাডার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করবেন। তিনি ইন্দো-প্যাসিফিক কৌশলসহ এই অঞ্চলে কানাডার সক্রিয় সম্পৃক্ততা তুলে ধরবেন এবং বাংলাদেশ ও কানাডার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের উপায় চিহ্নিত করবেন।
এছাড়া দীর্ঘদিনের দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক এবং জনগণের পারস্পরিক সম্পর্কের প্রতিফলনের অংশ হিসেবে কিছু গুরুত্বপূর্ণ বেসরকারি একোনমিক জোন পরিদর্শন করবেন পল থোপিল।
বাংলাদেশ এবং কানাডার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক ক্রমবর্ধমান, যেখানে বাংলাদেশ একটি বৃহৎ ও দ্রুত বর্ধনশীল বাজার হিসেবে কানাডার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার।
কানাডা বাংলাদেশে গম, ডাল, শস্য এবং যন্ত্রপাতির প্রধান রপ্তানিকারক এবং বাংলাদেশের তৈরি পোশাক ও বস্ত্রের অন্যতম বড় ক্রেতা।
উভয় দেশই তথ্যপ্রযুক্তি, মহাকাশ, কৃষি ও পরিচ্ছন্ন জ্বালানিসহ বিভিন্ন ক্ষেত্রে আরও গভীর অর্থনৈতিক সহযোগিতার সম্ভাবনা অন্বেষণ অব্যাহত রেখেছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: