শুক্রবার, ১১ই জুলাই ২০২৫, ২৬শে আষাঢ় ১৪৩২


আয়কর রিটার্ন ছাড়াই পাওয়া যাবে যে ১৩ সেবা


প্রকাশিত:
১০ জুলাই ২০২৫ ১৮:৪৪

আপডেট:
১১ জুলাই ২০২৫ ০৪:২০

ছবি সংগৃহীত

চলতি অর্থবছর (২০২৫-২৬) থেকে বেশ কিছু সরকারি ও বেসরকারি সেবা নিতে আর আয়কর রিটার্ন জমা দিতে হবে না। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ১৩টি সেবার ক্ষেত্রে এই বাধ্যবাধকতা তুলে নিয়েছে। এত দিন আয়কর রিটার্ন জমার প্রমাণপত্র দেখিয়ে এসব সেবা নিতে হতো।

চলতি অর্থবছরের বাজেটে ‘অর্থ অধ্যাদেশ-২০২৫’ এ যেসব সংশোধনী আনা হয়েছে, সেগুলোর মধ্যে এই ১৩টি সেবার কথা উল্লেখ করা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, যে ১৩টি সেবা রিটার্ন ছাড়াই নেওয়া যাবে- তা হলো:

১. ১০ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কেনা।
২. ১০ লাখ টাকা পর্যন্ত মেয়াদি আমানত (এফডিআর) খোলা ও বহাল রাখা।
৩. যেকোনো ধরনের ক্রেডিট কার্ড গ্রহণ ও নবায়ন।
৪. সিটি করপোরেশন বা পৌরসভা এলাকায় নতুন ট্রেড লাইসেন্স গ্রহণ।
৫. সমবায় সমিতি নিবন্ধন।
৬. সাধারণ বিমা কোম্পানির তালিকাভুক্ত সার্ভেয়ার হিসেবে নতুন লাইসেন্স গ্রহণ।
৭. স্বীকৃত পেশাজীবী সংগঠনের সদস্যপদ গ্রহণ (যেমন- চিকিৎসক, দন্ত চিকিৎসক, আইনজীবী, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট, চার্টার্ড সেক্রেটারি, আইনজীবী ও কর আইনজীবী, অ্যাকচুয়ারি, প্রকৌশলী, স্থপতি ও সার্ভেয়ার)।
৮. পাঁচ লাখ টাকার বেশি পোস্ট অফিস সঞ্চয়ী হিসাব খোলা।
৯. এমপিওভুক্ত দশম গ্রেড বা তদূর্ধ্ব পদমর্যাদার সরকারি অর্থপ্রাপ্তি।
১০. মোবাইল ব্যাংকিং বা ই-উপায়ে টাকা লেনদেনের মাধ্যমে কমিশন, ফি বা অন্য আর্থিক সুবিধা গ্রহণ।
১১. স্ট্যাম্প, কোর্ট ও কার্টিজ পেপারের ভেন্ডর বা দলিল লেখক হিসেবে নিবন্ধন ও তালিকাভুক্তি।
১২. ত্রিচক্র মোটরযানের (অটোরিকশা) নিবন্ধন, মালিকানা পরিবর্তন বা ফিটনেস নবায়ন।
১৩. ডিজিটাল প্ল্যাটফর্মে ই-কমার্স ব্যবসার জন্য লাইসেন্স গ্রহণ।

ডিএম /সীমা



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top