বুধবার, ৩রা সেপ্টেম্বর ২০২৫, ১৮ই ভাদ্র ১৪৩২


দেশে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে আজ?


প্রকাশিত:
৪ আগস্ট ২০২৫ ১০:২৬

আপডেট:
৩ সেপ্টেম্বর ২০২৫ ০৪:১৪

ছবি সংগৃহীত

দেশের বাজারে সোনার দাম সাম্প্রতিক সমন্বয়ে কিছুটা কমানো হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, সোমবার (৪ আগস্ট) থেকে সোনার বিক্রি চলছে সর্বশেষ সমন্বয় করা দামেই। তবে রূপার দামে কোনো পরিবর্তন আসেনি, এখনও আগের নির্ধারিত মূল্যেই বিক্রি হচ্ছে রূপা।

বাজুসের দেওয়া সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের বাজারে আজ ২২ ক্যারেট সোনার দাম প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭১ হাজার ৬০১ টাকা। এ ছাড়া ২১ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে ১ লাখ ৬৩ হাজার ৭৯৮ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি ১ লাখ ৪০ হাজার ৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ১৬ হাজার ১২৭ টাকা।

এর আগে, গত ২৪ জুলাই রাতে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে সোনার দাম প্রতি ভরিতে ১ হাজার ৫৭৪ টাকা কমায় বাজুস। ওই সময় ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ছিল ১ লাখ ৭৩ হাজার ১৭৫ টাকা। সেখান থেকে কমিয়ে নতুন দর নির্ধারণ করা হয়।

বাজুস জানিয়েছে, বিক্রয়মূল্যের সঙ্গে যুক্ত করতে হবে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং ৬ শতাংশ ন্যূনতম মজুরি, যা গহনার ডিজাইন ও মানভেদে কিছুটা পরিবর্তিত হতে পারে।

বছরের শুরু থেকে এখন পর্যন্ত ৪৫ বার সোনার দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ২৯ বার দাম বেড়েছে, আর ১৬ বার কমানো হয়েছে। এর আগে ২০২৪ সালে মোট ৬২ বার মূল্য সমন্বয় করা হয়েছিল, যেখানে ৩৫ বার বাড়ানো এবং ২৭ বার কমানো হয়েছিল সোনার দাম।

সোনার দামে সাম্প্রতিক পরিবর্তন এলেও রূপার দাম রয়েছে অপরিবর্তিত। দেশে এখন ২২ ক্যারেট রূপা প্রতি ভরি ২ হাজার ৮১১ টাকা, ২১ ক্যারেট রূপা ২ হাজার ৬৮৩ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি ২ হাজার ২৯৮ টাকা, এবং সনাতন পদ্ধতির রূপা বিক্রি হচ্ছে ১ হাজার ৭২৬ টাকা দরে।

বাজার বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারে মূল্যহ্রাস ও স্থানীয় বাজারে ক্রয়ক্ষমতার প্রভাব মিলিয়ে স্বর্ণের দামে এই সাম্প্রতিক সমন্বয় এসেছে। তবে রূপার চাহিদা তুলনামূলকভাবে স্থিতিশীল থাকায় দাম অপরিবর্তিত রয়েছে।

স্বর্ণ ও রূপার এই নতুন দর আজ থেকেই দেশের সব অনুমোদিত জুয়েলারি দোকানে কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাজুস।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top