বৃহঃস্পতিবার, ২৩শে অক্টোবর ২০২৫, ৭ই কার্তিক ১৪৩২


আয়কর রিটার্ন জমা না দিলে বিচ্ছিন্ন হবে গ্যাস-বিদ্যুৎ


প্রকাশিত:
১২ আগস্ট ২০২৫ ০৯:১০

আপডেট:
২৩ অক্টোবর ২০২৫ ০৩:৩৪

ছবি সংগৃহীত

আয়কর নির্দেশিকা ২০২৫-২০২৬ অনুযায়ী ৩৯ ধরনের সেবাপ্রাপ্তিতে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে।

আয়কর আইন অনুযায়ী, একজন করদাতা রিটার্ন না দিলে গ্যাস-বিদ্যুৎসহ পরিষেবার সংযোগ কেটে দেওয়া হতে পারে। আয়কর আইনে সেই ক্ষমতা কর কর্মকর্তাদের দেওয়া হয়েছে।

২০২৫-২৬ অর্থবছরে আয়কর নির্দেশিকায় বলা আছে, রিটার্ন জমা না দিলে পাঁচ ধরনের ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। এর মধ্যে একটি হলো পরিষেবা সংযোগ বিচ্ছিন্ন করা।

এনবিআরের কর্মকর্তারা জানান, কোনো করদাতা যদি রিটার্ন জমা না দেন, কিন্তু তার করযোগ্য আয় আছে কিংবা রিটার্ন জমার বাধ্যবাধকতা আছে; তাহলে কর কর্মকর্তারা চাইলে ওই ব্যক্তির বাসা-বাড়ি কিংবা প্রতিষ্ঠানের গ্যাস-বিদ্যুৎসহ পরিষেবার লাইন কেটে দিতে পারেন।

রিটার্ন দাখিল না করলে যেসব বিষয়ের মুখোমুখি হতে হবে:

আয়কর নির্দেশিকায় বলা হয়েছে, নির্দিষ্ট তারিখের মধ্যে রিটার্ন দাখিল না করলে করদাতার যেসব বিষয়ের মুখোমুখি হওয়ার সম্ভাবনা আছে, সেগুলো হলো—

১. আয়কর আইনের ২৬৬ ধারা অনুসারে জরিমানা,

২. ১৭৪ ধারা অনুসারে কর অব্যাহতির ক্ষেত্র সংকোচন,

৩. মাসিক ২ শতাংশ হারে অতিরিক্ত কর পরিশোধ,

৪. পরিষেবা সংযোগ বিচ্ছিন্ন হওয়া,

৫. বেতন-ভাতাদি প্রাপ্তিতে জটিলতা ইত্যাদি।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top