বৃহঃস্পতিবার, ২৩শে অক্টোবর ২০২৫, ৭ই কার্তিক ১৪৩২


রূপালী ব্যাংকে ঋণ বিতরণের অগ্রগতি সংক্রান্ত সভা অনুষ্ঠিত


প্রকাশিত:
১৮ আগস্ট ২০২৫ ১৫:১৪

আপডেট:
২৩ অক্টোবর ২০২৫ ০০:২৫

ছবি সংগৃহীত

সোমবার (১৮ আগস্ট) দিলকুশায় ব্যাংকের প্রধান কার্যালয় থেকে এক ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে সিএমএসএমই খাতে ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা অর্জনে সারাদেশের শাখা ব্যবস্থাপকদের নির্দেশনা দেওয়া হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম।

এতে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক হাসান তানভীর ছাড়াও ব্যাংকের সাধারণ ঋণ ও এসএমই বিভাগের মহাব্যবস্থাপক মইনউদ্দিন মাসুদ ও স্থানীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক আবু নাসের মোহাম্মদ মাসুদসহ সব বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক এবং সারাদেশের সব জোনাল ম্যানেজার ও শাখা ব্যবস্থাপকরা সভায় ভার্চুয়ালি অংশ নেন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top