বৃহঃস্পতিবার, ৪ঠা সেপ্টেম্বর ২০২৫, ২০শে ভাদ্র ১৪৩২


অভ্যুত্থানের পর বাংলাদেশে দুর্নীতি কমলেও এখনও চলমান: ফ্রাঁসোয়া ভ্যালেরিয়াঁ


প্রকাশিত:
৪ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৩৯

আপডেট:
৪ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৩৮

ছবি সংগৃহীত

বাংলাদেশে এখনও দুর্নীতি চলছে, তবে জুলাই মাসের অভ্যুত্থানের পর এটি কমেছে বলে জানিয়েছেন বার্লিনভিত্তিক আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) আন্তর্জাতিক পরিচালনা পর্ষদের চেয়ারপারসন ফ্রাঁসোয়া ভ্যালেরিয়াঁ।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাজধানীতে নিজের বাংলাদেশ সফর উপলক্ষে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত এক সংবাদ সম্মেলন তিনি এ কথা বলেন।

ফ্রাঁসোয়া ভ্যালেরিয়াঁ বলেন, বাংলাদেশ থেকে পাচার হওয়া টাকা কোথায় গেছে তা চিহ্নিত করে ফিরিয়ে আনার কার্যক্রম চালানো জরুরি। এই প্রক্রিয়ায় সংশ্লিষ্ট দেশের সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে।

বিভিন্ন খাতে সংস্কার কার্যক্রম চলছে জানিয়ে তিনি বলেন, ভবিষ্যতে পরিস্থিতি কেমন হবে, তা এখনই বলা সম্ভব নয়। বাংলাদেশে এখনও দুর্নীতি চলছে, তবে জুলাই মাসের অভ্যুত্থানের পর এটি কমেছে।

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, টাকা পাচারের বিরুদ্ধে কিছু প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়া হয়েছে। ঋণ ব্যবস্থার মাধ্যমে টাকা পাচার কিছুটা কমেছে। সার্বিকভাবে ব্যাংকিং খাতে উল্লেখযোগ্য সংস্কার হয়েছে।

তবে টাকা পাচার পুরোপুরি বন্ধ হয়েছে এটা বলা যাবে না ‍উল্লেখ করে তিনি বলেন, একবার পাচার হওয়া টাকা ফেরত আনা অত্যন্ত কঠিন। তাই মূল লক্ষ্য হওয়া উচিত পাচার নিয়ন্ত্রণ নয়, পাচার প্রতিরোধ।

ড. ইফতেখারুজ্জামান বলেন, দেশে বছরে যে পরিমাণ বিদেশি সাহায্য ও বিনিয়োগ আসে, গত সময়ে তার দ্বিগুণেরও বেশি টাকা পাচার হয়েছে। তাই তা বন্ধ করতে হবে এবং পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে হবে। কিছু সাফল্যও এসেছে; উদাহরণস্বরূপ, যুক্তরাজ্যে কিছু সম্পদ ফ্রিজ করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top