বৃহঃস্পতিবার, ১লা জানুয়ারী ২০২৬, ১৮ই পৌষ ১৪৩২


কাস্টমস বন্ড ব্যবস্থাপনায় পূর্ণ ডিজিটাল যুগে প্রবেশ এনবিআরের


প্রকাশিত:
১ জানুয়ারী ২০২৬ ১৭:৫১

আপডেট:
১ জানুয়ারী ২০২৬ ১৯:৫৮

ছবি : সংগৃহীত

ইউটিলাইজেশন অনুমতি (ইউপি) ইস্যু সংক্রান্ত সকল সেবা শতভাগ অনলাইনে প্রদানের যুগে প্রবেশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। কাস্টমস বন্ড ব্যবস্থাপনায় স্বচ্ছতা, গতি ও জবাবদিহিতা নিশ্চিত করতে ‘কাস্টমস বন্ড ব্যবস্থাপনা সফটওয়্যার’-এর মাধ্যমে এই সেবা কার্যক্রম চালু করা হয়েছে। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এনবিআর

এনবিআর জানায়, জাতীয় রাজস্ব বোর্ডের জারি করা এক পরিপত্র অনুযায়ী, ১ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ থেকে ইউটিলাইজেশন অনুমতি ইস্যু সংক্রান্ত সব আবেদন গ্রহণ ও অনুমোদনের ক্ষেত্রে অনলাইন সফটওয়্যার ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এর আওতায় এনবিআরের অধীন তিনটি কাস্টমস বন্ড কমিশনারেট থেকে এখন সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে ইউপি ইস্যু করা হচ্ছে। এর ফলে আজ থেকে ইউপি সংক্রান্ত ম্যানুয়াল আবেদন ও অনুমোদন প্রক্রিয়া সম্পূর্ণভাবে বন্ধ হলো।

এনবিআর সূত্র জানায়, বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্সধারী প্রতিষ্ঠানসমূহকে আধুনিক ও ডিজিটাল সেবা প্রদানের লক্ষ্যে গত ১ জানুয়ারি ২০২৫ তারিখে কাস্টমস বন্ড ব্যবস্থাপনা সফটওয়্যার চালু করা হয়। এই সফটওয়্যারের মাধ্যমে বন্ডেড শিল্পপ্রতিষ্ঠানগুলো শুল্কমুক্তভাবে কাঁচামাল আমদানির জন্য নির্ধারিত নীতিমালা অনুযায়ী সংশ্লিষ্ট কাস্টমস বন্ড কমিশনারেট থেকে অনলাইনে ইউটিলাইজেশন অনুমতি গ্রহণ করতে পারছে।

অনলাইনে ইউপি ইস্যু কার্যক্রম চালু হওয়ায় বন্ড সুবিধাভোগী শিল্পপ্রতিষ্ঠানসমূহকে আর কাগজভিত্তিক আবেদন দাখিল বা সরাসরি কাস্টমস বন্ড কমিশনারেটে উপস্থিত হওয়ার প্রয়োজন নেই। আবেদন গ্রহণ, যাচাই-বাছাই ও অনুমোদন—এই তিনটি ধাপই এখন সম্পূর্ণভাবে অনলাইনভিত্তিতে সম্পন্ন হচ্ছে।

জাতীয় রাজস্ব বোর্ড জানায়, এই স্বয়ংক্রিয় ব্যবস্থার ফলে—ইউটিলাইজেশন অনুমতি সংক্রান্ত সেবায় গতি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। ম্যানুয়ালি নথি জমা দেওয়ার জটিলতা দূর হবে এবং ব্যক্তিনির্ভর হস্তক্ষেপ উল্লেখযোগ্যভাবে কমে আসবে। আবেদন প্রক্রিয়া সহজ, ব্যয় সাশ্রয়ী ও ব্যবসাবান্ধব হবে। বন্ড ব্যবস্থাপনায় তথ্য সংরক্ষণ, নজরদারি ও অডিট কার্যক্রম আরও কার্যকর হবে। বন্ড সংক্রান্ত মামলা ও বিরোধের সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।

জাতীয় রাজস্ব বোর্ডের বিশ্বাস, অনলাইনে ইউটিলাইজেশন অনুমতি সেবা চালুর ফলে বন্ডেড ওয়্যারহাউস সুবিধাভোগী রপ্তানিমুখী শিল্পখাত আরও বেশি সুবিধা পাবে। এর মাধ্যমে দেশের রপ্তানি বাণিজ্য গতিশীল হবে এবং অনুকূল বিনিয়োগ পরিবেশ গড়ে উঠবে।

কাস্টমস প্রশাসনকে আধুনিক, স্বচ্ছ ও দক্ষ করে তুলতে পর্যায়ক্রমে বন্ড সংশ্লিষ্ট সকল সেবাকে পূর্ণ অটোমেশনের আওতায় আনার বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ড অঙ্গীকারবদ্ধ বলে জানানো হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top