১৯ কেন্দ্রের ফলাফলে ভিপি পদে এগিয়ে রিয়াজুল, চলছে হাড্ডাহাড্ডি লড়াই
প্রকাশিত:
৭ জানুয়ারী ২০২৬ ১৬:৪৫
আপডেট:
৮ জানুয়ারী ২০২৬ ২০:৪৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)ও হল সংসদ নির্বাচনের ৩৯টি ভোটকেন্দ্রের মধ্যে ১৯টির ফলাফল সম্পন্ন হয়েছে। ঘোষিত ফল অনুযায়ী, ভিপি পদে ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের প্রার্থী মো. রিয়াজুল ইসলাম পেয়েছেন ২৩১৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের প্রার্থী এ কে এম রাকিব পেয়েছেন ২২৮৮ ভোট। দুই প্রার্থীর ভোটের ব্যবধান মাত্র ২৬, যা নির্বাচনী লড়াইকে করেছে চরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।
বিভাগভিত্তিক ফলাফলে পরিসংখ্যান বিভাগ কেন্দ্রে রিয়াজুল ইসলাম পেয়েছেন ১৯০ ভোট, আর রাকিব পেয়েছেন ৯৪ ভোট। সমাজকর্ম বিভাগ কেন্দ্রে রিয়াজুলের প্রাপ্ত ভোট ১৮১ এবং রাকিবের ১২১। জার্নালিজম বিভাগ কেন্দ্রে রিয়াজুল পেয়েছেন ১৮৩ ভোট, বিপরীতে রাকিব পেয়েছেন ১২৫ ভোট। আইন ও ভূমি প্রশাসন বিভাগ কেন্দ্রে রিয়াজুল ইসলাম পেয়েছেন ১৫২ ভোট এবং রাকিব পেয়েছেন ১৩৭ ভোট।
ছাত্রদল সমর্থিত এ কে এম রাকিব বিভিন্ন বিভাগে উল্লেখযোগ্য ভোট পেয়েছেন। এর মধ্যে ভূগোল বিভাগে ৯১, নৃবিজ্ঞানে ১১৮, লোক প্রশাসনে ১৩২, ফার্মেসিতে ৫৩, ফিন্যান্সে ২৩১, অনুজীব বিজ্ঞানে ৪৬, জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে ৩৯, সিএসইতে ৯৪, চারুকলায় ১০৬, বায়োকেমিস্ট্রিতে ৫৭, দর্শনে ১৭৫, প্রাণিবিদ্যায় ১২৮, মার্কেটিংয়ে ১৮৭ এবং বোটানি বিভাগে ২১৬ ভোট পেয়েছেন তিনি।
অন্যদিকে ছাত্রশিবির সমর্থিত প্রার্থী মো. রিয়াজুল ইসলাম ভূগোল বিভাগে পেয়েছেন ১০০ ভোট, নৃবিজ্ঞানে ১২৮, লোক প্রশাসনে ১২২, ফার্মেসিতে ৭৮, ফিন্যান্সে ১৩৮, অনুজীব বিজ্ঞানে ৮৭, জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে ৫১, সিএসইতে ১০৬, চারুকলায় ২১, বায়োকেমিস্ট্রিতে ৮৯, দর্শনে ১১১, প্রাণিবিদ্যায় ১২৮, মার্কেটিংয়ে ২০০ এবং বোটানি বিভাগে ৬৫ ভোট পেয়েছেন।
নির্বাচনের ফলাফলকে ঘিরে ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে কৌতূহল ও উত্তেজনা বিরাজ করছে। বাকি কেন্দ্রগুলোর ফল প্রকাশের মাধ্যমে চূড়ান্ত ফলাফলের চিত্র আরও স্পষ্ট হবে বলে জানিয়েছে জকসু নির্বাচন কমিশন।

আপনার মূল্যবান মতামত দিন: