সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


কাজের পরিবর্তে বিছানায় যাওয়ার প্রস্তাব অভিনেত্রীকে


প্রকাশিত:
৫ ফেব্রুয়ারি ২০২৩ ০০:৫৬

আপডেট:
২১ এপ্রিল ২০২৫ ২০:১৫

 ফাইল ছবি

সিনেমার গা চকচকে দুনিয়ায় রঙিন স্বপ্ন নিয়ে আসেন অনেকে। কিন্তু শেষ পর্যন্ত সে স্বপ্নটা কি আদৌ রঙিন থাকে? মাঝেমধ্যে মিটু আন্দোলনে ভেসে আসে ভেতরকার কিছু তথ্য। যেখানে কাজ পাইয়ে দেওয়ার বদলে দেওয়া হয় অনৈতিক প্রস্তাব। কেউ হয়তো রাজি হন, আবার কেউ হন প্রতিবাদী। যেমনটা ঘটেছে দক্ষিণ ভারতের তারকা অভিনেত্রী নয়নতারার বেলাতেও।

সম্প্রতি ভারতীয় এক সাংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কাস্টিং কাউচ নিয়ে বিস্ফোরক দাবি করেছেন অভিনেত্রী। নয়নতারা বলেন, ‘আমায় গুরুত্বপূর্ণ চরিত্র দেওয়ার পরিবর্তে বিছানায় যাওয়ার প্রস্তাব দেওয়া হয়। তবে আমি সাহস করে মুখের ওপর সেই প্রস্তাব ফিরিয়ে দিই। কারণ, আমি জানি, নিজের যোগ্যতায় আমি দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির প্রথমসারির অভিনেত্রী হয়ে উঠেছি।’

তবে নয়নতারাই প্রথম নন, এর আগে ২০২০ সালে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির কাস্টিং কাউচ নিয়ে মুখ খুলেছিলেন ‘বাহুবলী’ খ্যাত আনুশকা শেঠি।

মালায়ালাম ছবি ‘মানসিনাক্কারে’ দিয়ে চলচ্চিত্রে পা রাখেন নয়নতারা। বর্তমানে দক্ষিণী ছবির প্রথমসারির অভিনেত্রী তিনি। আগামীতে তাকে দেখা যাবে শাহরুখ খানের বিপরীতে ‘জওয়ান’ ছবিতে। এটি পরিচালনা করছেন অ্যাটলি কুমার।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top