সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


‘ডিলিট’-এ যুক্ত হলেন মৌ খান


প্রকাশিত:
১৭ ফেব্রুয়ারি ২০২৩ ০৬:২০

আপডেট:
২১ এপ্রিল ২০২৫ ২০:১৭

ফাইল ছবি

নবাগত ঢালিউড নায়িকা মৌ খান। সম্প্রতি যুক্ত হলেন ‘ডিলিট’ নামক একটি সিনেমায়। ছবিটি পরিচালনা করবেন সুজন বড়ুয়া। জানালেন, রোমান্টিক ফ্যান্টাসি গল্পে নির্মিত হবে ছবিটি। প্রযোজনায় থাকবে ব্ল্যাক পিপার এন্টারটেইনমেন্ট।

ছবিটির নাম কেন ‘ডিলিট’ রাখা হলো? এ ব্যাপারে নির্মাতা সুজন বড়ুয়া বলেন, “মানুষের প্রেম-ভালোবাসার মাঝে অনেক কিছু ডিলিট করা হয়। এমন গল্পই দেখা যাবে সিনেমায়। তাই নাম রেখেছি ‘ডিলিট’। যা কিছু মন্দ তা ডিলিট করে শুদ্ধ প্রেমের কথা বলব আমরা।”

‘ডিলিট’-এ যুক্ত হওয়া প্রসঙ্গে মৌ খান বলেন, ‘নতুন চলচ্চিত্রের গল্পটি ভীষণ চমৎকার। পড়েই ভালো লেগেছে। আমার চরিত্রটিও দারুণ। এজন্য এতে কাজ করতে চুক্তিবদ্ধ হয়েছি। আশা করব ছবিটি দর্শককে হলে টানবে।’

আগামী এপ্রিল মাসে সিনেমাটির শুটিং শুরু হবে বলে জানান নির্মাতা। ঢাকা ও সিলেটের বিভিন্ন মনোরম লোকেশনে চলবে দৃশ্যধারণের কাজ।

খুব শিগগির নায়কসহ চূড়ান্ত শিল্পী তালিকা প্রকাশ করা হবে বলেও জানান নির্মাতা সুজন বড়ুয়া।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top