সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


বিয়ের পিঁড়িতে বাবা, রেগে আগুন অঙ্কুশ!


প্রকাশিত:
২০ ফেব্রুয়ারি ২০২৩ ০৬:৪৪

আপডেট:
২১ এপ্রিল ২০২৫ ২০:১৫

ফাইল ছবি

এক যুগেরও বেশি সময় ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন টলিউড জুটি অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন। করি করি করেও বিয়েটা করা হচ্ছে না তাদের। এ নিয়ে মাঝখানে সিনিয়র অভিনেতা প্রসেনজিতের ধমকও খেয়েছেন অঙ্কুশ। কবে বিয়ে করছেন, সেটাও জানতে চেয়েছেন। এবার জানা গেল আসল রহস্য! কেন বিয়েটা হচ্ছে না তার কারণ সামনে এলো।

ছেলের আগেই বাবা বিয়ে করতে চান, তাও সেটা প্রেমিকার মাকেই। পুরোই লেজেগোবরে অবস্থা। বাবা এবং হবু শাশুড়ির এমন প্রেম দেখে রেগে আগুন অঙ্কুশ! বললেন, ‘এটাই দেখা বাকি ছিল।’ অবশ্য পুরোটাই ‘লাভ ম্যারেজ’ ছবির দৃশ্য। বাস্তব কোনো দৃশ্য নয়।

ট্রেলারে দেখা যায়, বাসায় বিয়ের জন্য চাপ দেওয়া হয় অঙ্কুশকে। কিন্তু সে কোনোভাবেই অ্যারেঞ্জ ম্যারেজ করবে না। করলে লাভ ম্যারেজই করবেন। ওইদিকে পুরোই উল্টো পথযাত্রী বাবা রঞ্জিত মল্লিক। তিনি চান ছেলে অ্যারেঞ্জ ম্যারেজই করুক। অবশ্য পরে দেখা যায়, ঐন্দ্রিলার মা অপরাজিতা আঢ্যর সঙ্গে প্রেমে মজে আছেন বাবা। যা দেখে কোনোভাবেই রাগ নিয়ন্ত্রণ করতে পারছেন না অঙ্কুশ।

ট্রেলার প্রকাশের সপ্তাহখানেক আগের কথা। হঠাৎই একদিন ফেসবুক পোস্ট অঙ্কুশের। প্রেম ভরপুর কিন্তু, বিয়েটা হয়তো হবে না। দীর্ঘদিনের সম্পর্কের পর এমন পোস্ট দেখে স্বাভাবিকভাবেই ক্ষেপে আগুন সকলেই। ভক্তরা তো রেগে গেলেনই। একইসঙ্গে ইন্ডাস্ট্রির ছোট থেকে বড় সকলকেই দেখা গেল এ বিষয় নিয়ে কথা বলতে।

কেন এখনও বিয়ে করছেন না অঙ্কুশ-ঐন্দ্রিলা? মহাবিপদে পড়লেন দুজনেই। যথারীতি ভ্যালেন্টাইনস ডে-র দিন দুজনে একসঙ্গে ঘোষণা করলেন বিয়ের তারিখ। লাভ ম্যারেজ করবেন তারা। তবে সেটা বাস্তবে নয় পর্দায়। সুরিন্দর ফিল্মস প্রযোজিত ‘লাভ ম্যারেজ’ ছবিটি মুক্তি পাবে আগামী ১৪ এপ্রিল বাংলা নববর্ষে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top