ঈদে ছোট পর্দায় আসছে ‘বীর’
প্রকাশিত:
২৭ এপ্রিল ২০২১ ১৯:২৬
আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ০১:১২

শাকিব-বুবলী অভিনীত সবশেষ সিনেমা ‘বীর’। বরেণ্য নির্মাতা কাজী হায়াতের ৫০তম সিনেমা এটি। এসকে ফিল্মসের ব্যানারে সিনেমা প্রযোজনা করেছেন শাকিব খান ও মোহাম্মদ ইকবাল।
গেল বছর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল সিনেমাটি। এবার ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে যাচ্ছে ‘বীর’ সিনেমার। আসছে ঈদে দীপ্ত টিভিতে প্রচার হবে ‘বীর’। এমনটাই জানিয়েছে জনসংযোগ বিভাগ।
তারা জানায়, এবারের ঈদে সাত দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে দীপ্ত টিভি। শাকিব-বুবলীর আলোচিত এ সিনেমাটি প্রচার হবে ঈদের প্রথম দিন।
বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। শাকিব-বুবলী ছাড়াও এতে আরও অভিনয় করেছন মিশা সওদাগর, নাদিম প্রমুখ।
আপনার মূল্যবান মতামত দিন: