বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


দ্বিতীয় বিয়ে করেছেন নির্মাতা রিজু, পাত্রী শিক্ষিকা


প্রকাশিত:
২৫ নভেম্বর ২০২৩ ১৯:৫৪

আপডেট:
২৩ এপ্রিল ২০২৫ ০৮:৫৯

ছবি-সংগৃহীত

সবচেয়ে কম বয়সী নির্মাতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত রিয়াজুল রিজু আবারও বিয়ে করেছেন। এটি তার দ্বিতীয় বিয়ে। পুরো বিষয়টিই সংবাদমাধ্যমের কাছে গোপন রেখেছিলেন তিনি।

জানা গেছে, প্রায় তিন বছর আগে জান্নাতুল ফেরদৌস রুমুকে বিয়ে করেছেন এই নির্মাতা। তার স্ত্রী পেশায় একজন শিক্ষিকা। সেন্ট্রাল ইউনিভার্সিটির বাণিজ্য বিভাগের লেকচারার হিসেবে কর্মরত আছেন তিনি। এছাড়াও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছেন।

সূত্র জানিয়েছে, ২০২১ সালের ফেব্রুয়ারির ২১ তারিখে বিয়ের কাজ সারেন রিজু ও রুমু। এই নির্মাতার প্রথম স্ত্রীর সঙ্গে এখনও ডিভোর্স হয়নি। সেই সংসারে একজন পুত্র সন্তানও রয়েছে।

এ বিষয়ে একটি সংবাদমাধ্যমকে রিয়াজুল রিজু বলেন, ‘প্রেমের সম্পর্ক থেকেই এই বিয়ে। কয়েক বছর আগে ফেসবুকে পরিচয় হয়। সেখান থেকেই প্রেমের সম্পর্কে জড়ান। এরপর ২০২১ সালে বিয়ের পিঁড়িতে বসেন।’



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top