ফ্যাশন হাউসের মডেল মিশা সওদাগর
প্রকাশিত:
২৯ মে ২০২১ ১৯:১২
আপডেট:
১৮ আগস্ট ২০২৫ ১৪:৩৫

এবার ভিন্নরূপে দর্শকদের সামনে আসছেন ঢালিউডের জনপ্রিয় খল অভিনেতা মিশা সওদাগর। ফ্যাশন হাউসের মডেল হয়েছেন তিনি। প্রায় ৮০০ সিনেমায় অভিনয় করা এই খলনায়ক যুক্ত হলেন ফ্যাশন ব্র্যান্ড রয়েল মালাবারের সঙ্গে। সম্প্রতি প্রতিষ্ঠানটির হয়ে ফটোশুটে অংশ নিয়েছেন মিশা।
বিষয়টি জানিয়েছেন তিনি নিজেই। মিশা সওদাগর বলেন, ‘রয়েল মালাবারের পোশাকগুলো খুবই ভালো। পরে আরামদায়ক মনে হলো। এদের ডিজাইনও দারুণ। পরিবেশটাও বেশ পরিপাটি, সব মিলিয়ে ভালো লাগল। আমি রয়েল মালাবারের সঙ্গে আছি। শুভকামনা প্রতিষ্ঠানটির জন্য।’
গৌতম সাহার কোরিওগ্রাফিতে রয়েল মালাবারের পোশাকে ক্যামেরার সামনে দাঁড়ান মিশা সওদাগর। তার সঙ্গে মডেল ছিলেন তৃণ, লিন্ডা, ইমরান, নিহাফ, শিশু মডেল আয়ান, প্রিয়ন্তী, মাশরুর, মামরুবা প্রমুখ।
মিশা সওদাগরের মডেল হওয়া প্রসঙ্গে প্রতিষ্ঠানটি কর্ণধার আসলাম খান অপু বলেন, ‘মিশা সওদাগরকে পেয়ে আমরা আনন্দিত। ফ্যাশনের বিষয়ে আমার সব সময় আগ্রহ ছিল। সেই আগ্রহে খানিক বৈচিত্র্য আনার জন্যই মিশা ভাইকে যুক্ত করা।’
আপনার মূল্যবান মতামত দিন: