রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৭ই বৈশাখ ১৪৩২


খোলামেলা দৃশ্যে অভিনয় নিয়ে মুখ খুললেন বরুণ


প্রকাশিত:
১৩ নভেম্বর ২০২৪ ১০:৪১

আপডেট:
২০ এপ্রিল ২০২৫ ১৪:৫১

ফাইল ছবি

সিনেমায় অভিনয়ের সময় বিভিন্ন চরিত্রে তারকারা নিজেদের ভেঙেচুরে দর্শকমহলে উপস্থাপন করে থাকেন। কখনও ক্যামেরার সামনে ঘনিষ্ঠ হতে হয়, কখনও আবার খোলামেলা দৃশ্যে। একটি ম্যাগাজিনের জন্য শুট করতে গিয়ে ক্যামেরার সামনে পোশাক ছাড়া ফটোশুট করেছিলেন রণবীর সিংহ।

সেই সময় নেটিজেনদের একাংশ প্রশংসার পাশাপাশি কটাক্ষ করেছিলেন। এদিকে বরুণ ধাওয়ানও খোলামেলা দৃশ্যে অভিনয় করে রণবীরের পথে পা বাড়ালেন।

সম্প্রতি রাজ নিদিমরু এবং কৃষ্ণ ডিকের পরিচালনায় মুক্তি পেয়েছে ‘সিটাডেল: হানি বানি’। ভারতীয় সংস্করণে নাম ভূমিকায় রয়েছেন বরুণ ধাওয়ান ও সামান্থা রুথ প্রভু। ইতোমধ্যেই ‘হানি বানি’ সাড়া ফেলেছে দর্শক মহলে।

বরুণের অভিনয় ভক্ত-অনুরাগীদের মাঝে প্রশংসা কুড়িয়েছে। পাশাপাশি দর্শকের নজর কেড়েছে অভিনেতার কয়েক সেকেন্ডের খোলামেলা দৃশ্য। যেখানে দেখা যায়, শরীরে কোনো পোশাক নেয়, নিতম্ব উন্মুক্ত।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এ দৃশ্য দেখে বরুণকে কটাক্ষা করে একজন বলেন, ‘‘সিটাডেল-এ উলঙ্গ ভেড়িয়াকে (বরুণের ছবির নাম) দেখে নিলাম।’ তাতেই বরুণ পালটা জবাব দিয়ে লেখেন, ‘আরে মাত্র কয়েক সেকেন্ডের জন্য ভীষণ রকম সৃজনশীলতার সঙ্গে শুট করা হয়েছে।’

প্রসঙ্গত, হলিউডের মূল সিরিজে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা চোপড়া, জোনাস এবং রিচার্ড ম্যাডেন। বরুণ একা নন, নিজের প্রথম ছবি ‘সাওয়ারিয়া’-তে এমনই সাহসী দৃশ্যে দেখা যায় রণবীর কাপুরকে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top