রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৭ই বৈশাখ ১৪৩২


শাহরুখ-বিজয়কে পেছনে ফেলে শীর্ষে আল্লু অর্জুন


প্রকাশিত:
১৭ নভেম্বর ২০২৪ ১৪:৩৩

আপডেট:
২০ এপ্রিল ২০২৫ ১৪:৫১

ফাইল ছবি

দক্ষিণী সিনেমার সুপারস্টার আল্লু অর্জুন। প্রথম কোনো তেলেগু তারকা হিসেবে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতার খেতাব জিতেছেন তিনি। ‘পুষ্পা’ সিনেমার জন্যই সেরার মুকুট মাথায় উঠেছে তার।

এই সিনেমায় ব্যাপক সাফল্যের পর থেকেই দ্বিগুন হয়েছে অভিনেতার পারিশ্রমিক। বর্তমানে পারিশ্রমিকের দিক থেকে শীর্ষ স্থানে রয়েছেন আল্লু অর্জুন। সবচেয়ে বেশি পারিশ্রমিক প্রাপ্ত তারকাদের তালিকায় একেবারে প্রথমে নিজের নাম লেখালেন তিনি।

অজস্র সুপারহিট ছবির মোট বক্স অফিস কালেকশনকেও নাকি ছাপিয়ে গেছে তার পারিশ্রমিক। এদিকে বক্স অফিসে মুক্তির অপেক্ষায় ‘পুষ্পা টু’। ‘ট্র্যাক টলিউড’-এর প্রতিবেদন অনুযায়ী এই ছবির জন্য নাকি প্রায় ৩০০ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন অভিনেতা।

তার এই পারিশ্রমিকের অংক একাধিক সিনেমার মোট আয়, বহু তারকার বেতনের থেকে অনেক বেশি। এই প্রতিবেদন অনুযায়ী ভারতের সবচেয়ে বেশি পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতা এখন ‘আইকন স্টার’। ২০২১ সালে মুক্তি পায় ‘পুষ্পা’ যা দর্শকমহলে বিপুল সাড়া ফেলে এই ছবি।

এই ছবির খ্যাতি ছড়িয়ে পড়ে বিদেশেও। কোভিড পরবর্তী সময় যখন প্রেক্ষাগৃহ ধুঁকছে রীতিমতো, সেই সময়ে দাঁড়িয়েও দুর্দান্ত ব্যবসা করে এই ছবি। সেই থেকেই ‘পুষ্পা টু’ মুক্তির অপেক্ষায় ভক্ত-অনুরাগী থেকে শুরু করে সিনেমাপ্রেমীরা।

আল্লু অর্জুনের আগে বিজয় থালাপতি ছিলেন এই তালিকার শীর্ষে। একাধিক মিডিয়া রিপোর্ট অনুযায়ী, থালপতি তার ‘গট’ ছবির জন্য ২০০ কোটি টাকা পারিশ্রমিক দাবি করেছিলেন। সেই ছবিতে তাকে দ্বৈত চরিত্রে দেখা যায়। তবে ‘পুষ্পা টু’ ছবির হাত ধরে সেই রেকর্ড ভাঙলেন আল্লু অর্জুন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top