বৃহঃস্পতিবার, ১৩ই মার্চ ২০২৫, ২৯শে ফাল্গুন ১৪৩১


মেহজাবীন আপুর সঙ্গে আমার চেহারা-কণ্ঠের মিল নেই : মালাইকা


প্রকাশিত:
১৯ নভেম্বর ২০২৪ ১৭:৫৬

আপডেট:
১৩ মার্চ ২০২৫ ২৩:১৮

ফাইল ছবি

প্রথমবারের মতো নাটকে অভিনয় করেছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর ছোট বোন মালাইকা চৌধুরী। ‘সন্ধিক্ষণ’ নামের একটি নাটকে অভিনেতা জোভানের বিপরীতে কাজ করেছেন তিনি।

ছোট পর্দায় অভিষেকের পর থেকেই মালাইকার মাঝে মেহজাবীনের ছায়া খুঁজে পাচ্ছেন ভক্তরা। অনেকেই দুই বোনের চেহারা ও কণ্ঠেও বেশ মিল পাচ্ছেন।

বিষয়টি নিয়ে মালাইকা বলেন, ‘অনেকেই বলে আপুর সঙ্গে আমার চেহারা ও কণ্ঠের মিল রয়েছে। বিষয়গুলো আমি নিজেও খুব উপভোগ করি। তবে আমার নিজের কাছে কখনো আপুর সঙ্গে চেহারা ও কণ্ঠের মিল মনে হয়নি।’

তবে দুই বোনকে নিয়ে দর্শকদের কনফিউজড হওয়ার বিষয়টি উপভোগ করেন মালাইকা। তিনি বলেন, ‘আমার মজা লাগে, দর্শকরা কনফিউজড হয়। দুজনকে নিয়ে বিভিন্ন মন্তব্য করে। সেসব মন্তব্যও পড়ি। আমার কাছে ভালোই লাগে পুরো বিষয়টা।’

অভিনয় ক্যারিয়ারে মেহজাবীনকে টপকে যেতে পারবেন কি না, এমন প্রশ্নে মালাইকা বলেন, ‘এটা তো কোনো প্রতিযোগীতা না যে আমাকে ছাড়িয়ে যেতে হবে। আমি অভিনয় করতে এসেছি, নিজের কাজটা করে যাব। আপুও তার কাজটাই করবে।’

এর আগে প্রথম নাটকে জোভানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা জানিয়ে মালাইকা বলেন, ‘জোভান ভাইয়ার সঙ্গে কাজ করতে ভালো লেগেছে। তিনি অনেক সার্পোটিভ ফ্রেন্ডলি। শুটিংয়ের সময় কিছু ভুল হলে বুঝিয়ে দিত। পাশাপাশি অনেক মোটিভেট করেছে।’

নাটকে অভিনয় প্রসঙ্গে মালাইকার ভাষ্য, ‘প্রথমে আমি জানতাম না নাটক অভিনয় করবো। হঠাৎ আপু (মেহজাবীন) একদিন বলে তুমি নাটকে অভিনয় করবে, শুট করার আগের দিন আমি স্ক্রিপ্ট পেয়েছিলাম। আপু বলেছিল তুমি মুখস্থ করবা।’

মালাইকার কথায়, ‘এখন অভিনয় জগতে এসেছি প্রথম কাজটা দেখি তারপরে যদি আমার নিজের কাছে ভালো লাগার পাশাপাশি দর্শকদের ভালো লাগে তাহলে অভিনয় জগতে কাজ করবো।’

শেষে তিনি বলেন, নাটকে অভিনয় করার সময় মনে হয়েছে, ‘সহজে অনেকটা সময় চলে গেছে। তেমন একটা কষ্ট বা কিছুই মনে হয়নি। আমার জন্য সবাই দু’আ করবেন যেন বড় হতে পারি আরও ভালো কাজ করতে পারি।’



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top