রবিবার, ৮ই ডিসেম্বর ২০২৪, ২৩শে অগ্রহায়ণ ১৪৩১


ঐশ্বরিয়ার নামে নেই ‘বচ্চন’ পদবি, বিচ্ছেদ জল্পনা তুঙ্গে


প্রকাশিত:
২৮ নভেম্বর ২০২৪ ১৫:১৬

আপডেট:
৮ ডিসেম্বর ২০২৪ ০৫:৪৯

ফাইল ছবি

বলিউডের জনপ্রিয় তারকা জুটি ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনের সম্পর্কের সমীকরণ নিয়ে জল্পনার অন্ত নেই। বছরের শুরু থেকেই গুঞ্জন, সংসার ভাঙতে চলেছে তাদের। যদিও এ প্রসঙ্গে চুপ দুজনেই।

ঐশ্বরিয়া-অভিষেককে নিয়ে বিভিন্ন সময়ে নানান ইঙ্গিত মেলায় সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। এবার তাতে যেন এক ধাপ এগিয়ে গেল।

সম্প্রতি সম্প্রতি দুবাইয়ে এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ঐশ্বরিয়া। সেখানে পরিচিতি অংশে নিজের নামের পাশ থেকে মুছে দিলেন ‘বচ্চন’ পদবি। বিশ্বের কাছে নিজেকে শুধু ঐশ্বরিয়া রাই নামেই পরিচয় করিয়ে দিলেন, আর তাতেই সন্দেহের দানা বাঁধে।

দুবাইয়ের সেই অনুষ্ঠানে ঐশ্বরিয়াকে একটি রুপালি কাজ করা নীল গাউনে দেখা যায়। খোলা চুলে মঞ্চে উঠেছিলেন অভিনেত্রী। অনুষ্ঠানের সময় অভিনেত্রীর পেছনে থাকা স্ক্রিনে ফুটে ওঠে তার নাম- ‘ঐশ্বরিয়া রাই’।

বিয়ের পর থেকে সরকারি ভাবেই নামের পাশে ‘বচ্চন’ পদবি ব্যবহার করতে শুরু করেন ঐশ্বরিয়া রাই বচ্চন। সেই পরিচিতিতে পরিবর্তন হওয়ায় ফের উঠছে অভিষেকের সঙ্গে বিবাহবিচ্ছেদের প্রসঙ্গ। অতীতে যখন তাকে শুধু ঐশ্বরিয়া রাই বলে সম্বোধন করা হতো, তখন নিজেই সতর্ক করে জানিয়েছেন, তিনি ঐশ্বরিয়া রাই বচ্চন। এবার চোখের সামনে নিজের বিয়ের আগের পদবি পর্দায় ফুটে উঠতে দেখেও আপত্তি জানাননি এই প্রাক্তন বিশ্ব সুন্দরী।

গত কয়েক মাসে বচ্চন পরিবারের একের পর এক ঘটনা উঠে এসেছে আলোচনায়। কখনও আম্বানিদের বিয়েতে ঐশ্বরিয়া-অভিষেকদের আলাদা উপস্থিতি, ঐশ্বরিয়ার জন্মদিনে বচ্চন পরিবারের নীরবতা- এসব কিছু নিয়েই কথা উঠেছে। সম্প্রতি ছোট্ট আরাধ্যার জন্মদিনেও বচ্চন পরিবারের কারও শুভেচ্ছাবার্তা না আসায় জল্পনা আরও বাড়ে। কিন্তু এতকিছুর পরও সবকিছু নিয়ে চুপচাপ আছেন ঐশ্বরিয়া-অভিষেক।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top