বৃহঃস্পতিবার, ১৩ই মার্চ ২০২৫, ২৯শে ফাল্গুন ১৪৩১


তাহসানের ‘চাঁদের আলো’ কে এই রোজা?


প্রকাশিত:
৪ জানুয়ারী ২০২৫ ১০:৫৩

আপডেট:
১৩ মার্চ ২০২৫ ২৩:১৯

ফাইল ছবি

চলতি শীতের মৌসুমে এবারে বিয়ের ধুম খানিকটা বেশিই লেগেছিল। শোবিজ অঙ্গনও পিছিয়ে ছিল না এতে। অনেক তারকারা আবার এর মাঝে চুপিসারেও বিয়ে সেরে নিয়েছেন; জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসানের ক্ষেত্রেও অনেকটাই কি এমন?

না, ঠিক চুপিসারে নয়। বিয়ে করার ঠিক পরেই সুসংবাদটি জানাতে পিছপা হননি তাহসান। আদতে কোনো রকমের পূর্ভাবাস ও গুঞ্জন না থাকায় ভক্তরাও রীতিমতো অবাক বনে গেছেন। অনেকে তো বিশ্বাসই করতে পারছেন না; তাই বলে অনুরাগীদের এভাবে চমকে দেবেন তাহসান?

একেতো, ভক্তরা যেমন অবাক তেমনি উচ্ছসিত ও আনন্দিত বটে। প্রাক্তন স্ত্রী মিথিলা যখন তাহসানকে ছেড়ে চলে যান, তখন তাহসানের অনুরাগীরাও বিষয়টি ভালোভাবে নেননি; তারাও আশাহত হন তাহসানের সংসার ভেঙে যাওয়াতে।

তাহসানের একটি বহুল জনপ্রিয় 'আলো' গানের কথা মনে আছে নিশ্চয়ই, সে গানের একটি কথা 'চাঁদের আলো তুমি কখনও আমার হবেনা?' রটে গিয়েছিল সবার মুখে মুখে। সে থেকে অনুরাগীদেরও প্রার্থনা ছিল, একদিন না একদিন নিশ্চয়ই 'চাঁদের আলো' খুঁজে পাবেন তাহসান। অবশেষে ঠিক তাই ঘটল! দীর্ঘদিন 'সিংগেল' থাকার পর অবশেষে রোজা আহমেদের সঙ্গে গাটছাড়া বাঁধলেন তিনি।

ও হ্যাঁ রোজা আহমেদ! এই মুহূর্তে তাহসানের সঙ্গে বিয়ের পিড়িতে বসা এই নারীকে নিয়ে চর্চা তুঙ্গে! কেনই বা হবে না? অনুরাগীদের কাছে যেন তিনি সেই তাহসানের 'চাঁদের আলো'তে পরিণত হয়েছেন। তাই তো সামাজিক মাধ্যমের পাতা স্ক্রল করতেই চোখে পড়ছে তাদের শুভাকাঙ্খীদের পোস্ট; যেখানে নেটিজেনরা তাদের বিয়ের ছবি পোস্ট করে ক্যাপশনে উল্লেখ করেছেন, 'অবশেষে চাঁদের আলো খুঁজে পেলেন তাহসান!'

তাহসানের নব্য স্ত্রী রোজা আহমেদ সম্পর্কে হয়তো এখনও অনেকেই স্পষ্ট নন। বাংলাদেশের বরিশালে বেড়ে ওঠা রোজা আহমেদ বর্তমানে ক্যারিয়ার গড়েছেন মার্কিন মুলুকে।

রোজা পড়াশোনা করেছেন নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির ওপর। পড়াশোনা শেষ করে কসমেটোলজি লাইসেন্স গ্রহণ করেন এবং পরবর্তীতে নিউ ইয়র্কের কুইন্সে রোজাস ব্রাইডাল মেকওভার প্রতিষ্ঠাতা করেন।

প্রায় ১০ বছরের বেশি সময় ধরে তিনি বাংলাদেশে এবং যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন রোজা আহমেদ। এছাড়াও আন্তর্জাতিক মানের মেকআপ এর কাজ করায় তার সুখ্যাতিও রয়েছে।

রোজার বিজনেস পেজে রয়েছে তার অসংখ্য অনুসারী এবং নেটিজেনদের কাছে অত্যন্ত জনপ্রিয় তিনি। তার ফেসবুক পেজ 'রোজাস ব্রাইডাল মেকওভার' পেজে অনুসারী সংখ্যা নয় লক্ষের ওপরে। তবে তার ব্যক্তিগত অ্যাকাউন্ট বেশ সাদামাটা। মাত্র অল্প কয়েকজন অনুসারী সংখ্যা রয়েছে। তার পছন্দের সংগীতশিল্পী খোদ তাহসানই!

বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতে পছন্দ করেন রোজা। মার্কিন মুলুক, কানাডা তো বটেই, দেশের বিভিন্ন দর্শনীয় স্থানেও ভ্রমণ করেছেন তিনি। সাজেক, নাফাখুম, রাঙামাটিতেও বেড়াতে গেছেন দেশে থাকতে।

শুধু তাই নয়, রান্না বান্নাতেও পটু এই মেয়ে! চুইঝাল, বিরিয়ানি, পিজা, জিলাপি, কাঁকড়ার মতো আইটেমও নিজ হাতে রান্না করেন তিনি।

তবে তাহসানের পাশাপাশি রোজার বিভিন্ন পোস্টের মন্তব্যঘরে গায়কের সহধর্মীণী হওয়ার জন্যও অভিনন্দন জানিয়েছেন রোজার অনুরাগীরা। তাদেরকে একসঙ্গে খুব মানিয়েছে বলেও মন্তব্য অধিকাংশের।

উল্লেখ্য, তাহসানের এটি দ্বিতীয় বিয়ে! এর আগে প্রেম ও বন্ধুত্বের সম্পর্ক থেকে ২০০৬ সালের ৭ আগস্ট রাফিয়াথ রশিদ মিথিলার সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন তাহসান। এরপর ২০১৩ সালের ৩০ জুলাই তাদের ঘর আলোকিত করে আসে আইরা তাহরিম খান। হয়েছে তাদের বিচ্ছেদও। মিথিলা ঘর বেঁধেছেন কলকাতার পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে। তবে সে সংসারও ভাঙুনি ভাঙুনি অবস্থা।

# মির্জা সাইমা



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top