বৃহঃস্পতিবার, ১৩ই মার্চ ২০২৫, ২৯শে ফাল্গুন ১৪৩১


গ্রেফতারি পরোয়ানা নিয়ে মুখ খুললেন পরীমণি


প্রকাশিত:
২৬ জানুয়ারী ২০২৫ ১৭:০১

আপডেট:
১৩ মার্চ ২০২৫ ২২:৫৯

ছবি সংগৃহীত

প্রতিবাদের মুখে শোরুম উদ্বোধন স্থগিত হওয়ায় গতকাল শনিবার সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন ঢালিউড অভিনেত্রী পরীমণি। এরপর দিন (আজ রোববার) ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে অভিনেত্রীর বিরুদ্ধে।

এবার মুখ খুললেন পরীমণি। সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে পরীমণি বলেন, ‘ফোন হাতে নিয়ে ফেসবুক স্ক্রল করতে করতে খবরটা দেখলাম। আমি আজ আদালতে যেতে পারিনি। এর আগেও একবার যেতে পারিনি, সেবার আমার মৃত নানুর একটা বিষয় ছিল। সে হিসেবে পরপর দুবার আমি আদালতে যেতে পারিনি। আজকে আমার শারীরিক অসুস্থতার কারণে হাজির থাকতে পারিনি। আমার আইনজীবীকে তা জানিয়েছিও। আদালতের ভাষ্য অনুযায়ী, আজকে আমার অবশ্যই যাওয়া উচিত ছিল। সচেতন নাগরিক হিসেবেও মনে করছি, যাওয়া উচিত ছিল। কিন্তু শরীর অনেক বেশি খারাপ ছিল। শরীর অসুস্থ থাকলে তো কিছুই করার নেই। আমি বিছানা থেকে ওঠার মতো শক্তিও পাচ্ছিলাম না। ঠিক থাকলে আমি তো আদালতে যেতাম। আদালতে যাওয়া নিয়ে আমার কখনোই কোনো সমস্যা ছিল না। মাতৃত্বকালীন সময়টায়ও কিন্তু আমি আদালতে যাওয়া বাদ দিইনি।’

গ্রেফতারি পরোয়ানাকে উটকো ঝামেলা মনে করছেন নায়িকা। তার ভাষ্য, ‘এটা তো আসলে ...। পরিচিত ও শুভাকাঙ্ক্ষীদের সবাই অনবরত ফোন করছে, খোঁজখবর নিতে। এটা তো আমার জন্য বাড়তি একটা যন্ত্রণা। বিব্রতকরও। উটকো ঝামেলা বলতে পারেন।’

তবে ভয় পাচ্ছেন না অভিনেত্রী। তিনি বলেন, ‘ভীত কেন হব? এখানে ভয়ের কিছু নেই। আমি আইনিভাবে মোকাবিলা করব। জামিনের জন্য আবেদন করবেন আমার আইনজীবী।’

এদিকে পরীমণি ইস্যুতে নীরবতা পালন করছেন দেশের অধিকাংশ শিল্পী। অল্প কয়েকজন করেছেন প্রতিবাদ। নির্মাতা আশফাক নিপুন, মিশুক মনি আছেন এই দলে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top