মঙ্গলবার, ১১ই মার্চ ২০২৫, ২৭শে ফাল্গুন ১৪৩১


আন্তর্জাতিক উৎসবে সেরা ছবি মেহজাবীনের ‘সাবা’


প্রকাশিত:
৯ মার্চ ২০২৫ ১২:৪৯

আপডেট:
১১ মার্চ ২০২৫ ২৩:২৯

ছবি সংগৃহীত

বড়পর্দায় নাম লিখিয়ে-ই সীমানা ছাড়িয়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। প্রথম ও দ্বিতীয় ছবি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে দ্যুতি ছড়িয়েছেন। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলোতে মিলেছে প্রশংসা ও পুরস্কার।

এবার আরও একটি সুখবর নিয়ে এলো মেহজাবীনের প্রথম সিনেমা ‘সাবা’ । বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা তৃতীয় সিনেমার পুরস্কার বগলদাবা করেছে সিনেমাটি। খবরটি সামাজিক মাধ্যমে অভিনেত্রী নিজেই দিয়েছেন।

বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এশিয়ান সিনেমার প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেছে ‘সাবা’। আজ শনিবার খবরটি জানিয়ে নিজের ফেসবুকে মেহজাবীন লিখেছেন, ‘‘কী দারুণ এক সকাল। বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এশিয়ান সিনেমা প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেছে ‘সাবা’। এসময় সাবা সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান মেহজাবীন।’’

বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অফিসিয়াল ওয়েবসাইট ঘেটে দেখা যায় সেরা এশিয়ান সিনেমার পুরস্কার পেয়েছে ইরানের সিনেমা ‘ইন দ্য ল্যান্ড অব ব্রাদার্স’। দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছে যথাক্রমে ইসরায়েলের সিনেমা ‘রিডিং ললিতা ইন তেহরান’ এবং বাংলাদেশের ‘সাবা’।

‘সাবা’ নির্মাণ করেছেন মাকসুদ হোসেন। এতে মেহজাবীনের সঙ্গে আছেন মোস্তফা মনোয়ার। আরও অভিনয় করেছেন রোকেয়া প্রাচী প্রমুখ। টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ডিসকভারি প্রোগ্রামে নির্বাচিত হয়ে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় ছবিটির।

এরপর ২৯তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘অ্যা উইন্ডো অন এশিয়ান সিনেমা’ বিভাগে প্রদর্শিত হয়। জাপানের অন্যতম আয়োজন ওসাকা এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালেও অংশ নিয়েছিল সিনেমাটি। এবার বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পেল সেরা ছবির সম্মান।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top