শুক্রবার, ১১ই এপ্রিল ২০২৫, ২৮শে চৈত্র ১৪৩১


থ্রিলার ঘরানার ওয়েব সিরিজ “পঁচিশ”


প্রকাশিত:
৫ আগস্ট ২০২১ ০২:০০

আপডেট:
১১ এপ্রিল ২০২৫ ০৬:৪০

সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে মুক্তি পেয়েছে থ্রিলার ঘরানার ওয়েব সিরিজ “পঁচিশ”। সিরিজটি প্রযোজনা এবং গল্প লিখেছেন কাইটস কমিউনেশন্স এর কর্ণধার কামরুন্নেসা মিরা।

রাজধানীর নির্দয় সিস্টেমে বেড়ে ওঠা দুই কিশোর-কিশোরীর গল্প ‘পঁচিশ’। চারপাশের নিষ্ঠুরতা, মানুষের প্রতি মানুষের দয়াহীনতা, লালসা, মিথ্যার বিস্তৃত জাল তাদের দৌড়ের মধ্যে ফেলে দেয়। তারা ক্রমশ ক্ষমতার কেন্দ্রে আসতে চায়। রাজনীতির অন্তর্গত খেলাটা শিখে উঠে। আলো নয়, অন্ধকারে কীভাবে টাকশালের জন্ম হয় সেটা দেখে এবং একসময় নিজেরা সবকিছুর নিয়ন্ত্রক হয়ে উঠে।

কাইটস কমিউনেশন্স এর ব্যানারে নাট্যনির্মাতা ও ‘বিউটি সার্কাস’ চলচ্চিত্র পরিচালক মাহমুদ দিদার আট পর্বের এই ওয়েব সিরিজটি নির্মাণ করছেন। স্ক্রিপ্টও লিখেছেন তিনি। ওয়েব সিরিজটির চিত্রগ্রহণে রয়েছেন ফরহাদ হোসেন। নির্মিত এই সিরিজটির দৃশ্য ধারণ করা হয় উত্তরা, লেক শোর হোটেলসহ রাজধানীর বেশ কিছু স্থানে।

গল্পে আরো দেখা যাবে লালসা, মিথ্যা এবং টাকার পেছনে ছুটে চলার এক বিস্তৃত জাল। ‘গল্পটা গঠনে পঁচিশ সংখ্যাটি গুরুত্বপূর্ণ। তাই ওয়েব সিরিজের নাম “পঁচিশ”। ওয়েব সিরিজ “পঁচিশ” এর গল্পের বিষয়বস্তুকে এভাবেই ব্যাখ্যা করলেন এর নির্মাতা।

সিরিজটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন, জাতীয় পুরস্কার জয়ী অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। আরও আছেন শ্যামল মাওলা, সাঈদ বাবু ও ইয়াশ রোহান। আরও অভিনয় করেছেন রুদ্র হক, সায়েদ রিশাদ, মার্শিয়া শাওন, মিজানুর রহমান, দেব দ্বিপ ও রিপন প্রমুখ।

“পঁচিশ” এর মাধ্যমে ওয়েব কনটেন্টে প্রথমবার অভিনয় করলেন ন’ডরাই খ্যাত অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। ইতোমধ্যে ওয়েব সিরিজটির ৫৭ সেকেন্ডের একটি টিজার সামাজিক যোগাযোগ মাধ্যমে মুক্তি পেয়েছে। একদিনের মধ্যে টিজারটি লক্ষাধিক বার দেখা হয়েছে এবং দর্শকের প্রশংসা কুড়িয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top