শনিবার, ২৬শে জুলাই ২০২৫, ১০ই শ্রাবণ ১৪৩২


খোলামেলা পোশাক পরে সমালোচনার মুখে মিমি


প্রকাশিত:
২৪ জুলাই ২০২৫ ১৩:৫৮

আপডেট:
২৬ জুলাই ২০২৫ ০৫:৫৩

ছবি সংগৃহীত

কলকাতার তারকাদের মাঝে অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। অসংখ্য জনপ্রিয় সিনেমা দিয়ে দর্শকদের মন জয় করেছেন। শুধু তাই নয়, সিনেমায় তার চরিত্র-সাজ আশাকের প্রশংসাও রয়েছে বেশ।

কিন্তু এমন সাবলীল এই অভিনেত্রীকে হঠাৎই দেখা মিলল খোলামেলা অবতারে; যা দেখে রীতিমতো অনুরাগীদের সমালোচনার মুখে পড়েছেন।

মূলত, আসছে পুজায় মুক্তি পেতে চলেছে মিমি চক্রবর্তীর নতুন টলিউড সিনেমা ‘রক্তবীজ ২’। আর সেই ছবির শুটিংয়ের সময় তার বিকিনি পরিহিত কিছু ছবি এখন রীতিমতো ভাইরাল।

সেই ছবিতে দেখা যায়, নীল বিকিনি, খোলা ভেজা চুল, হাতে সোনালি ব্যান্ড—কখনও নীল জলে হাঁটু ডুবিয়ে বসে থাকা, কখনও স্কার্ফ হাতে সৈকতের ধারে হেঁটে যাওয়া—এইসব লুকে একেবারে অন্যরকম মিমিকে দেখে চমকে গেছেন নেটিজেনরা।

তবে প্রশংসার পাশাপাশি উঠেছে প্রশ্নও, ‘এ কি সেই মিমি, যিনি এক সময় বোঝে না সে বোঝেনা-র মতো ছবি দিয়ে দুই বাংলার মন জয় করেছিলেন!’ এক নেটিজেন লিখেছেন, ‘মিমিকে আগে খুব শ্রদ্ধা করতাম, এখন কী যেন হয়ে গেল!’ আবার কেউ কেউ তুলনা করছেন বলিউডের কিয়ারা আদভানি বা দীপিকা পাড়ুকোনের সঙ্গে; তবে নেতিবাচক অর্থে। তবে এই মুহূর্তে প্রশংসা ও সমালোচনার স্রোত, দুই দিকেই বইছে মিমির নতুন রূপকে ঘিরে।

২০১২ সালে ‘বাপি বাড়ি যা’ দিয়ে বড় পর্দায় পা রাখা মিমি চক্রবর্তী এরপর ‘বোঝে না সে বোঝেনা’ ছবির মাধ্যমে জনপ্রিয়তা পান। অভিনয়ের পাশাপাশি তিনি রাজনীতিতেও সক্রিয়। অভিনয়ে ১৩ বছর কাটিয়ে এবার ‘রক্তবীজ ২’–এর মাধ্যমে আবারও বড়পর্দায় চমক দিতে চলেছেন তিনি।

ডিএম /সীমা



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top