তাণ্ডবে ঝড় তোলা সিয়ামের সেই চরিত্র নিয়ে সিনেমা নির্মাণের আভাস
 প্রকাশিত: 
 ১১ আগস্ট ২০২৫ ০৮:৩৮
 আপডেট:
 ৪ নভেম্বর ২০২৫ ১৮:৩২
                                ঈদে মুক্তিপ্রাপ্ত শাকিব খানের ‘তাণ্ডব’-সিনেমার মধ্য দিয়ে আলোচনায় আসেন অভিনেতা সিয়াম আহমেদও। ক্যামিও অর্থাৎ খুব স্বল্প উপস্থিতির একটি চরিত্র- ‘আরমান মনসুর’ হিসেবে দেখা যায় তাকে; সেখানে ব্যাপকভাবে দর্শকের নজর কাড়েন সিয়াম।
পর্দায় সাধারণত খল চরিত্রে দেখা মেলে না সিয়ামের, তাই ‘আরমান মনসুর’ এর মতো একটি চরিত্র রীতিমতো চমকে দেয় দর্শকেদের। সেখানে সাদা এক চোখা ভয়ংকর লুকে ধরা দেন সিয়াম; মানুষরূপী অমানুষেরা দেখতে যেমন হয়!
নেগেটিভ চরিত্রের হলেও সিয়ামের এই সোয়াগ একরকম ঝড় তোলে দর্শকের মাঝে। তাই নির্মাতা রায়হান রাফীর কাছেও আবদার রাখেন এমন এক চরিত্র নতুন কিছু করতে। রাফী আশাও দিয়েছিলেন। তবে একই প্রশ্ন ছোড়া হয় সিয়ামের কাছেও।
সম্প্রতি এক অনুষ্ঠানে সিয়াম বলেন, ‘আমার মনে হয়েছিল, এই রকম ক্যারেক্টারকে মানুষ কেন ভালোবাসবে? তবে হ্যাঁ, এই ক্যারেক্টারের অন্যরকম একটা সোয়াগ রয়েছে। আরমান মনসুর থেকে দর্শকদের যে ফিডব্যাক পেয়েছি সেটা ফ্যান্টাস্টিক।’
অভিনেতা বলেন, ‘ডিরেক্টর শূরুতে জানান আরমান মনসুর শুধুমাত্র ঝলক দেখাতে আসেনি। দর্শকদের যদি পরে আরমান মনসুরের পূর্ণাঙ্গ কোনো কাজ আসে, তাহলে তাণ্ডব হচ্ছে সেটার একটা ট্রেলার বা টিজার।’
সিয়ামের এই উত্তর খানিকটা আভাস দেয়, হয়তো আগামীতে ‘আরমান মনসুর’ থেকে নতুন কোনো কাজ আসতে পারে।
এরপর সিয়াম এও বলেন, ‘এরপর মনসুর কি করে সেটা জানার জন্য আমি অনেক বেশি আগ্রহী।’

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: