মঙ্গলবার, ৪ঠা নভেম্বর ২০২৫, ২০শে কার্তিক ১৪৩২


প্রকাশ্যে 'ব্যাচেলর পয়েন্ট'-এর নতুন পর্ব


প্রকাশিত:
১৪ আগস্ট ২০২৫ ১৪:০৬

আপডেট:
৪ নভেম্বর ২০২৫ ১৮:৩২

ছবি সংগৃহীত

‘ব্যাচেলর পয়েন্ট’-সিজন ৫ নিয়ে দর্শকের উন্মাদনা ছিল তুঙ্গে। নির্মাতা কাজল আরেফিন অমিও দর্শকদের মূল্যায়ন করেছেন। ওটিটি মাধ্যমে দেখা যাচ্ছে ধারাবাহিকটি। ১-৮ পর্ব চলছে। আগামী ১০ জুলাই আসছে এর নতুন পর্ব ৯-১৬।

অপেক্ষার অবসান ঘটিয়ে আলোচনার ঝড় আরও তীব্র করতে এসে গেছে ‘ব্যাচেলর পয়েন্ট’-এর নতুন পর্ব। দর্শকদের তুমুল আগ্রহ আর ভালোবাসাকে সঙ্গী করে আবারও ফিরেছে ব্যাচেলরদের সেই চিরচেনা ফ্ল্যাট, আর গল্পের নতুন অধ্যায়ও ইতোমধ্যে শুরু হয়ে গেছে। আগের পর্বগুলোর রেশ যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই শুরু হয়েছে আরও বেশি হাসি, নাটকীয়তা আর অপ্রত্যাশিত সব ঘটনা।

পাশার ব্যবসার নতুন চ্যালেঞ্জ, ফ্ল্যাটের শান্তি নিয়ে টানাটানি, শিমুল-জাকিরের জটিল যুদ্ধ, আর মতলবের অবিশ্বাস্য নতুন চাল—সবই থাকছে এবারের পর্বে। এর সাথে নতুন চমক হিসাবে দেখা যাবে নতুন মুখ।

কাজল আরেফিন অমি-র অনবদ্য পরিচালনা ও চিত্রনাট্যে নির্মিত এই সিজনে বরাবরের মতোই প্রধান চরিত্রগুলোতে অভিনয় করেছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলম, শিমুল শর্মা, লামিয়া লামসহ তাদের সুপরিচিত সঙ্গীরা।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top