প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি, যা বললেন দীপা খন্দকার
প্রকাশিত:
১৮ সেপ্টেম্বর ২০২৫ ১৪:১৬
আপডেট:
১৮ সেপ্টেম্বর ২০২৫ ১৬:২৪

সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকার দেশের প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে ব্যাপক কার্যক্রম হাতে নিয়েছে। এর অংশ হিসেবে প্রাথমিক বিদ্যালয়গুলোতে সংগীত, শারীরিক শিক্ষা এবং চারুকলার শিক্ষক নিয়োগের ঘোষণা দেয় সরকার। তবে দেশের একাধিক ইসলামি দল দাবি তোলেন প্রাথমিক বিদ্যালয়ে নাচ-গানের শিক্ষক নিয়োগ ইসলামবিদ্বেষী সিদ্ধান্ত। সরকারের এমন সিদ্ধান্ত বাতিলের জন্য রাজধানীতে বিভিন্ন স্থানে মিছিল করে ইসলামি দলগুলো।
ইসলামি দলগুলোর এমন দাবির প্রেক্ষিতে শোবিজ অঙ্গনের অনেকেই সমালোচনা করেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন দেশের জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) নিজের ফেসবুকে এক পোস্টে একটি ফটোকার্ডে প্রকাশ করেন তিনি। ফটোকার্ডে লেখা, ‘গানের শিক্ষক নয়। দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ চাই। সকলে আওয়াজ তুলুন।’
ছবিটি প্রকাশ করেন অভিনেত্রী দীপা খন্দকার লেখেন, ‘গানের শিক্ষকও থাকবে, ধর্মীয় শিক্ষকও থাকবে। এটাই আমার আওয়াজ। এরপর নেটিজেনদের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দিয়ে লেখেন,আপনার?’
অভিনেত্রীর পোস্টে অনেকেই তার সঙ্গে সহমত প্রকাশ করেছেন। একজন লিখেছেন, ‘তাইতো হওয়া উচিত’। অন্য একজন লিখেছেন, ‘দুটোই’। আরও একজনের কথায়, গান হারাম নাকি? গানের শিক্ষক কেন থাকবে না। ধর্মীয় মৌলবাদের পাশাপাশি সংগীতের মৌলবাদ থাকা উচিত। ধর্ম যেমন মনের প্রশান্তির জন্য,তেমনি গানও মনকে প্রশান্তি দেয়। আমি ধর্মকে ছোট করব না। সংগীতকেও ছোট করব না। দুইটা পাশাপাশি থাকবে মানুষের মাঝে।’
প্রায় দুই যুগের অভিনয় ক্যারিয়ার দীপা খন্দকারের। বিটিভির অসংখ্য নাটকে অভিনয় করেছেন, পেয়েছেন মানুষের ভালোবাসা। তার অভিনীত ‘রিতু কাহিনী’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। সিনেমাটি লন্ডনের একটি চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। এ বছরই দেশের সিনেমা হলে মুক্তি পেতে পারে সিনেমাটি।
আপনার মূল্যবান মতামত দিন: