সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫, ১৫ই পৌষ ১৪৩২


জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির জোট, যা বললেন সোহেল রানা


প্রকাশিত:
২৯ ডিসেম্বর ২০২৫ ১৬:৩৯

আপডেট:
২৯ ডিসেম্বর ২০২৫ ১৮:৩৮

জামায়াতে ইসলামীর সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জোট করার খবরে রাজনৈতিক মহলে চলছে জোর আলোচনা। আসন সমঝোতার মাধ্যমে জোট গঠন করায় এনসিপি থেকে অনেকেই পদত্যাগ করেছেন। তরুণদের হাতে তৈরি দল জামায়াতের সঙ্গে জোট বদ্ধ হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন মুক্তিযোদ্ধা ও অভিনেতা সোহেল রানা।

এনসিপিকে উদ্দেশ করে তিনি লেখেন, ‘সেই তো তোদের আসল রূপ দেখালি, তবে এতদিন জনগণকে কেন বোকা বানালি?’ যদিও কোনো দলের নাম উল্লেখ করেননি। তবে অভিনেতার অনুরাগীদের মন্তব্যে থেকে স্পষ্ট, তিনি এনসিপিকে নিয়ে কথা বলেছেন।

এদিকে অন্য এক পোস্টে তিনি লিখেছেন, ‘আখতারুজ্জামান, অলি আহমেদ-ধিক তোমাদের দুজনকে।’তারা দুইজনে মুক্তিযোদ্ধা নেতা ছিলেন।

দীর্ঘদিন সোহেল রানাকে পর্দায় দেখা না গেলেও প্রায় সময় দেশের সাম্প্রতিক ইস্যুতে সোশ্যাল মিডিয়ায় নিজের মন্তব্য প্রকাশ করেন। যা রাজনৈতিক এবং বিনোদন অঙ্গনে আলোচনার রসদ জোগায়।

সোহেল রানা একজন মুক্তিযোদ্ধা এবং ছাত্রনেতা হিসেবে রাজনীতিতে সক্রিয় ছিলেন। মুক্তিযুদ্ধের সময় সরাসরি রণাঙ্গনে লড়াই করেছেন তিনি। পরে চলচ্চিত্র জগতে প্রবেশ করে ‘ওরা ১১ জন’ (১৯৭২) প্রযোজনা করেন, যেখানে মুক্তিযোদ্ধাদেরই অভিনয় করানো হয়েছিল।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top