শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৬ই বৈশাখ ১৪৩২


কারাবন্দি কাবিলাকে দেখতে মরিয়া দর্শক


প্রকাশিত:
১২ মার্চ ২০২২ ২৩:১০

আপডেট:
১৩ মার্চ ২০২২ ০২:০১

 ছবি : সংগৃহীত

জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট: সিজন ৪’ শুক্রবার (১১ মার্চ) থেকে প্রচার শুরু হয়েছে৷ আর প্রথম পর্বেই চমক দেখিয়েছে ধারাবাহিকটি, গড়েছে রেকর্ড।

বাংলা ভিশনের প্রচারের পর এদিন রাত ৯টায় ইউটিউবে ‘ধ্রুব টিভি’ চ্যানেলে উন্মুক্ত করা হয় নাটকটির নতুন সিজনের প্রথম পর্ব। আর মাত্র কয়েক ঘণ্টাতেই ৩৫ লাখের বেশি ভিউ হয়েছে পর্বটিতে। যা বাংলা নাটকের ইতিহাসে অনন্য এক রেকর্ড।

কমেডি ঘরানার এই নাটকের সিজন থ্রি'র শেষ পর্বে কাবিলা চরিত্রটি জেলে যায়। যার ফলে এটি দর্শকের মাঝে তুমুল উত্তেজনা সৃষ্টি করে। এরই প্রেক্ষিতে সিজনের নতুন পর্ব দেখার জন্য উন্মুখ হয়েছিল দর্শক।

এই পর্বে দেখা যায়, জেলবন্দি কাবিলা মুক্ত হওয়ার জন্য নানাভাবে ভাই-বন্ধু শুভ, পাশা, শিমুলদের অনুরোধ করছেন। জেলখানায় বারবার কাবিলাকে দেখতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন শুভ ও শিমুল। নানান উপায়ও খুঁজতে থাকেন তারা। কিন্তু কোনো কিনারা করতে পারেন না! ওদিকে জেলেও অনেক বিব্রত পরিস্থিতিতে পড়েন কাবিলা। তার মন পড়ে থাকে বাইরের পৃথিবীতে।

নাটকটি রচনা, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন কাজল আরেফিন অমি। চিত্রনাট্য লেখার সময়ে তিনি বলেন, “কয়েক দিন ধরেই বাসায় বসে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন-৪’ নিয়ে ভাবছি, লিখছি, আবার কাটাছেড়া করছি। সিজন থ্রির জন্য মানুষের এত ভালোবাসা, এত রেসপন্স পেয়েছি যে এটা নিয়ে আমাকে অনেক ভাবতে হচ্ছে। কারণ আগের সিজনগুলোর কারণে আমার কাছে মানুষের প্রত্যাশা তৈরি হয়েছে। সেই প্রত্যাশা মেটানোর জন্য আমাকে বেটার কিছু করতে হবে। এবং সেটাই হওয়া উচিত।”

উল্লেখ্য, ‘ব্যাচেলর পয়েন্ট’-এর নতুন সিজনে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মিশু সাব্বির, জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, চাষী আলম, সাবিলা নূর, সানজানা সরকার রিয়া, ফারিয়া শাহরিন, শরাফ আহমেদ জীবন, সুমন পাটোয়ারী, আবদুল্লাহ রানা, মনিরা মিঠু, তামিম মৃধা, পাভেল, শিমুল, পারসা ইভানা ও আশুতোষ সুজন প্রমুখ।

ডিএস/তাজা/২০২২



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top