শুক্রবার, ৩রা মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১


যুদ্ধে অংশ নিয়ে অপূর্বর বেহাল অবস্থা!


প্রকাশিত:
২৫ মার্চ ২০২২ ০১:৪০

আপডেট:
৩ মে ২০২৪ ০২:১৯

 ছবি : সংগৃহীত

মুক্তিযুদ্ধের সময়ে গেরিলা যোদ্ধা শহীদ আজাদের ঘটনা নিয়ে নির্মিত হয়েছে স্বাধীনতা দিবসের বিশেষ নাটক ‘নিহত নক্ষত্র’। এটি পরিচালনা করেছেন সঞ্জয় সমদ্দার।

নাটকটিতে গেরিলা যোদ্ধা শহীদ আজাদের চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব, তার মায়ের চরিত্র করেছেন সাবেরী আলম। এছাড়া রয়েছেন আরও অনেকে। ২৬ মার্চ (শনিবার) রাত ৮টায় আরটিভিতে দেখানো হবে নাটকটি।

ত্রিপুরার মেলাঘর থেকে আগস্টের প্রথম সপ্তাহে দলটি পূর্ব পাকিস্তানে ঢোকে। দলের নাম ক্র্যাক প্লাটুন । তাদের মূল পরিকল্পনা ছিল ২ নং সেক্টরের অন্তর্ভুক্ত সিদ্ধিরগঞ্জ পাওয়ার স্টেশন উড়িয়ে দেয়া। তবে দুর্ভাগ্যক্রমে এই অপারেশনের প্রস্তুতিকালীন সময়ে রাজাকারদের তথ্যের ভিত্তিতে পাকিস্তানী মিলিটারীরা দলটির অর্ধেক সদস্যদের ধরে ফেলতে সক্ষম হয়। রমনার এমপি হোস্টেলের কনসেন্ট্রেশন ক্যাম্পে তাদের ওপর করা হয়া অমানবিক নির্যাতন। ঘটতে থাকে আরও নানান ঘটনা। মুক্তিযুদ্ধের এমন বাস্তব ঘটনা নিয়েই তৈরি হয়েছে নাটকটি।

ডিএম/তাজা/২০২২



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top