অপূর্ব-মেহজাবীনের উড়ো প্রেম
প্রকাশিত:
১৪ এপ্রিল ২০২২ ২৩:০৫
আপডেট:
১৫ এপ্রিল ২০২২ ০০:০১

অদ্ভুত চরিত্রে দেখা যাবে জিয়াউল ফারুক অপূর্বকে। সিএমভি’র ব্যানারে ‘উড়ো প্রেম’ নামে ঈদের বিশেষ একটি নাটকে এ চরিত্রে অভিনয় করেছেন তিনি।
এতে অপূর্বর বিপরীতে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী। প্রেমের আশায় মেহজাবীনের গাড়ি ধাক্কাতেও দেখা যাবে অপূর্বকে।
নাটকটি নির্মাণ করেছেন মহিদুল মহিম। চিত্রনাট্য করেছেন সোহাইল রহমান ও খন্দকার মেহেদী হাসান।
এতে দেখা যাবে, ধাক্কা খেয়ে প্রেমে পড়তে গিয়ে আদিল খানের জীবনে ঘটতে থাকে একের পর এক অদ্ভুত সব ঘটনা।
নির্মাতা মহিম বলেন, ‘হালকা কমেডি ও মিষ্টি প্রেমের গল্প এটি। যাতে শেষ পর্যন্ত কি আদিল খানের জীবনে ধাক্কা খেয়ে উড়ো প্রেম আসবে? আর তা দেখার জন্য অপেক্ষা করতে হবে নাটকের শেষ পর্যন্ত।’
প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, আসছে ঈদে ইউটিউব চ্যানেলে ‘উড়ো প্রেম’ উন্মুক্ত হচ্ছে।
ডিএম/তাজা/২০২২
আপনার মূল্যবান মতামত দিন: