মাকে খুব মিস করছেন অপু বিশ্বাস
প্রকাশিত:
৯ মে ২০২২ ০৪:১৪
আপডেট:
২০ এপ্রিল ২০২৫ ০৫:০১

প্রতি বছরের মে মাসের দ্বিতীয় রোববার বিশ্বজুড়ে পালিত হয় মা দিবস। সে হিসেবে আজ ৮ মে অন্যান্য দেশের মতো বাংলাদেশের মানুষও মা দিবস পালন করছেন। বিশেষ দিনটিতে মায়ের প্রতি ভালোবাসা প্রকাশ করছেন, মাকে বিশেষ উপহার দিচ্ছেন।
কিন্তু যাদের মা পৃথিবীতে নেই, তাদের কাছে মা দিবস মানে বিষাদে ভরা দিন। কারণ চারদিকে সবাই যখন মাকে নিয়ে আনন্দে মেতে থাকে, তখন সেটা দেখলে নিজের মায়ের অভাবটুকু অনেক প্রখর হয়ে ওঠে।
এমনটাই ঘটেছে জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসের ক্ষেত্রে। মা দিবসে তার মন খারাপ। কারণ তার মা-ও মারা গেছেন। ২০২০ সালের সেপ্টেম্বরে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান অপুর মা শেফালী বিশ্বাস।
আজ মা দিবসে মায়ের একটি ছবি শেয়ার করে শুভেচ্ছা জানিয়েছেন অপু বিশ্বাস। লিখেছেন, ‘আজ বিশ্ব মা দিবস। বিশ্ব মা দিবসে, বিশ্বের সকল মায়ের প্রতি রইলো গভীর শ্রদ্ধা, সম্মান আর ভালোবাসা।’
শেষে মন খারাপ করে অপু লিখেছেন, ‘ভীষণভাবে মিস করছি তোমায় মা’।
প্রসঙ্গত, প্রায় নয় বছর আগে বাবা উপেন্দ্রনাথ বিশ্বাসকে হারিয়েছিলেন অপু বিশ্বাস। দু’বছর হলো মাকে হারিয়েছেন। এখন তার বেঁচে থাকা একমাত্র ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে।
ডিএম/তাজা/২০২২
আপনার মূল্যবান মতামত দিন: