সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


মৃত্যুর আগে স্ট্যাটাসে কী লিখেছিলেন তুনিশা?


প্রকাশিত:
২৬ ডিসেম্বর ২০২২ ০৭:০৭

আপডেট:
২১ এপ্রিল ২০২৫ ১২:৪৯

ফাইল ছবি

শনিবার (২৪ ডিসেম্বর) শুটিং সেটে আত্মহত্যা করেন বলি ও টিভি সিরিয়াল অভিনেত্রী তুনিশা শর্মা। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, মুম্বাইয়ে সেই সেটের মেকআপ রুমেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। ফ্যান থেকে ঝুলন্ত তুনিশাকে উদ্ধার করে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি।

বেঁচে থাকলে ৪ জানুয়ারি ২১তম জন্মদিন উদযাপন করতেন তুনিশা। কিন্তু ক্রিসমাসের ঠিক আগের দিন থমকে গেল তার জীবন। অথচ মৃত্যুর পাঁচ ঘণ্টা আগেও সোশ্যালে সক্রিয় ছিলেন জনপ্রিয় এই অভিনেত্রী।

ইনস্টাগ্রাম হ্যান্ডেলের স্টোরিতে মেকআপের সময় করা ভিডিও পোস্ট করেছিলেন তুনিশা। সঙ্গে ইনস্টাগ্রাম পেজে সাইড ফেসের একটি ছবিও শেয়ার করেছিলেন। সেখানে ক্যাপশনে লিখেছিলেন, ‘প্যাশনকে যারা ভালোবাসে তারা যেন কখনো নিজেদের সেই ইচ্ছাকে থামিয়ে না দেয়।’

তুনিশার মরদেহ উদ্ধারের পরে ইনস্টাগ্রামের ওই স্ট্যাটাস নিয়ে শুরু হয়েছে আলোচনা। তাহলে স্ট্যাটাসেই কী কোনো রহস্য লুকিয়ে রয়েছে? প্যাশনকে আঁকড়ে ধরে বেঁচে থাকারই কেন পরামর্শ দিলেন তিনি?

এ ঘটনায় ওইদিন রাতেই মুম্বাই পুলিশের কাছে তুনিশার প্রেমিক ও সহকর্মী শেজান খানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন অভিনেত্রীর মা। অভিযোগের ভিত্তিতে রবিবার সকালে তাকে গ্রেপ্তারও করা হয়েছে।

উল্লেখ্য, শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন তুনিশা। ‘ভারত কা বীর পুত্র: মহারানা প্রতাপ’ সিরিয়াল দিয়ে শুরু। ‘আলিবাবা: দাস্তান-ই-কাবুল’-এ রাজকুমারী মরিয়মের ভূমিকায় অভিনয় করছিলেন তিনি। শুধু টেলিভিশন সিরিয়ালে নয়, ‘ফিতুর’, ‘বার বার দেখো’, ‘কহানি ২’, ‘দুর্গা রানি সিংহ’, ‘দাবাং ৩’-এর মতো সিনেমায়ও তুনিশাকে দেখা গিয়েছিল।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top