জনপ্রিয় অভিনেতা এস এম মহসীনের জীবন সঙ্কটাপন্ন
 প্রকাশিত: 
 ৬ এপ্রিল ২০২১ ১৬:২০
 আপডেট:
 ৬ এপ্রিল ২০২১ ১৯:২৬
                                জনপ্রিয় অভিনেতা এস এম মহসীন কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন। তার শারীরিক অবস্থার অবনতি ঘটেছে।
সোমবার (০৫ এপ্রিল) তাকে রাজধানীর ইমপালস হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে।
একুশে পদকপ্রাপ্ত এই অভিনেতার করোনাভাইরাস শনাক্তের পর রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সঙ্কটাপন্ন অবস্থায় তাকে ইসপালস হাসপাতালে স্থানান্তর করা হয়।
চার দশকের বেশি সময় ধরে মঞ্চ ও টেলিভিশনে অভিনয় করছেন এস এম মহসীন। অভিনয়ে গুরুত্বপূর্ণ অবদানের ২০২০ সালে একুশে পদক প্রদান করে সরকার। দীর্ঘদিন তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালকের দায়িত্ব পালন করেছেন।
তিনি জাতীয় থিয়েটারের প্রথম প্রকল্প পরিচালক হিসাবে যুক্ত ছিলেন। তিনি ২০১৮ সালে বাংলা একাডেমির সম্মানিত ফেলো লাভ করেন। পেয়েছেন শিল্পকলাসহ অসংখ্য পদকও।
‘রক্তে ভেজা’ ও ‘কবর’ এবং মুনীর চৌধুরী পরিচালিত ‘চিঠি’ ছাড়াও অসংখ্য টিভি, মঞ্চ ও রেডিও নাটকে অভিনয় করেছেন।
অনিমেষ আইচের পরিচালনায় ‘গরম ভাত অথবা নিছক ভূতের গল্প’ নাটকের অভিনয় করে টিভি নাটকের দর্শককের কাছে আলাদা পরিচিতি পেয়েছেন তিনি। এছাড়া মহর আলী, সাকিন সারিসুরিসহ বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন তিনি।

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: