সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


বেকার তাই ফ্ল্যাট বিক্রি করে দিলেন সোনম!


প্রকাশিত:
৫ জানুয়ারী ২০২৩ ০৫:১৪

আপডেট:
২১ এপ্রিল ২০২৫ ১২:৪৯

 ফাইল ছবি

অভিনয়ে এখন আর নিয়মিত নন। ব্যবসায়ী আনন্দ আহুজাকে বিয়ে করে বর্তমানে পুরোদস্তুর সংসারী বলিউড অভিনেত্রী সোনম কাপুর। গত বছর সন্তানের মা হন তিনি। স্বামী-সন্তান নিয়ে লন্ডনেই থাকছেন।

এবার বান্দ্রায় নিজের একটি অভিজাত ফ্ল্যাট বিক্রি করলেন সোনম কাপুর। যার বাজার মূল্য ভারতীয় রুপিতে প্রায় ৩২.৫ কোটি। সিগনেচার আইল্যান্ড নামের বহুতলের ৩ তলায় ছিল সোনমের এই ফ্ল্যাট। কিনেছে এসএমএফ ইনফ্রাস্ট্রাকচার নামে একটি কোম্পানি। সম্পত্তিটি কেনার জন্য ১.৯৫ কোটির অগ্রিম দেন ক্রেতা। ২০১৫ সালে সোনম ৫৩৩৫ বর্গ ফুটের এই ফ্ল্যাটটি কেনেন প্রায় ১৫ কোটি টাকায়। বিক্রির সময় দ্বিগুণেরও বেশি দামে এই সম্পত্তি বিক্রি করলেন অভিনেত্রী।

সোনম একা নন, প্রিয়াঙ্কা থেকে জাহ্নবী, রাজকুমার-সহ অনেক তারকাই সম্পত্তি যেমন কেনেন, তেমন সেগুলো বিক্রিও করে দেন প্রয়োজন মতো।

হাতে বিশেষ কোনো কাজও নেই অনিল-কন্যার। আগামী দিনেও যে কোনো ছবিতে তাকে দেখা যাবে, তারও কিছু খোঁজ-খবর নেই। সেই কারণেই কি ফ্ল্যাট বিক্রির সিদ্ধান্ত নিলেন সোনম! যদিও সেই বিষয়ে নিশ্চিত হয়ে কিছু জানা যায়নি।

প্রসঙ্গত, ২০১৮ সালের ৮ মে বিয়ে করেন সোনম ও আনন্দ। বিয়ের পর থেকেই বড় পর্দায় কাজ কমিয়ে দেন তিনি। সোনমকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে ‘একে ভার্সেস একে’ ছবিতে, ২০২০ সালে। সামনে সোম মাখিজার ‘ব্লাইন্ড’-এ দেখা যাবে তাকে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top