সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


সালমান একের পর এক মেয়ের সঙ্গে প্রেম করত: সোমি


প্রকাশিত:
৮ জানুয়ারী ২০২৩ ০৪:৩০

আপডেট:
২১ এপ্রিল ২০২৫ ১২:৪৯

ছবি সংগৃহিত

‘বলিউডের চিরকুমার’ সালমান খান। যদিও এ পর্যন্ত বহু নারীর সঙ্গেই নাম জড়িয়েছে ৫৭ বছর বয়সী ‘ভাইজান’-এর। শোনা যায়, বহু সম্পর্কে থেকেছেন সালমান। ১৯৯১ সাল থেকে ১৯৯৯ সাল অবধি প্রেম করেছেন অভিনেত্রী সোমি আলির সঙ্গে।

সেই প্রেম কি আদৌ সুখকর হয়েছিল? প্রাক্তন অভিনেত্রী তথা অধুনা সমাজকর্মী সোমির মতে, না। একাধিক বারই তিনি সালমানের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ তোলেন।

সম্পর্কে থাকাকালীনই সালমান নাকি সোমির সঙ্গে দুর্ব্যবহার করতেন। এ নিয়ে সমাজিক মাধ্যমে একাধিক পোস্ট করেছিলেন প্রাক্তন অভিনেত্রী। পরে অবশ্য ডিলিটও করে দেন সেগুলো।

সোমি কি একটু বেশিই কড়া হয়েছিলেন প্রাক্তনের প্রতি? প্রশ্ন করতে বলেন, ‘ঘুরে দাঁড়ানোর জন্য সেটুকু দরকার ছিল। এখন আমি স্বেচ্ছাসেবী সংস্থা চালাই। অতীতের হিংসা পুষে রেখে কোনও লাভ নেই। রাগের মাথায় যে পোস্টগুলো করেছিলাম, সেগুলো নিজের কাছেই বিরক্তিকর লাগে এখন। আমার ভাবমূর্তির সঙ্গে যায় না। তাই সরিয়ে দিয়েছি।”

সালমান তাকে কীভাবে দিনের পর দিন হেনস্থা করেছেন, সে কথাও জানান সোমি। তার মতে, সালমান নারীবিদ্বেষী। বলেন, ‘আমাকে প্রতি মুহূর্তে ছোট করত। আমি কতটা কুৎসিত, বোকা আর বোধহীন সে কথা ফলাও করে বলত। আমাকে বোঝাত, আমার কোনও দাম নেই। সেই সঙ্গে একের পর এক মহিলার সঙ্গে প্রেম করে বেড়াত নিজে। আট বছর এগুলোর মধ্যে দিয়েই গিয়েছি।”

শুধু তা-ই নয়, সোমির অভিযোগ, বন্ধুবান্ধবের সামনেও তাকে অসম্মান করতেন সালমান। প্রেমিকা হিসাবে স্বীকৃতিও দেননি বছরের পর বছর। এর পরই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চান সোমি।

শোনা যায়, সোমির পর আরও অনেক অভিনেত্রীর সঙ্গেই সম্পর্কে জড়িয়েছিলেন সালমান খান। তালিকায় নাম রয়েছে মডেল-তারকা সংগীতা বিজলানি, অভিনেত্রী ঐশ্বরিয়া রাই এবং ক্যাটরিনা কাইফের। এর পর নাম জড়িয়েছিল শেহনাজ় গিলের সঙ্গে। মডেল-তারকা লুলিয়া ভন্তুরের সঙ্গেও সালমানের সম্পর্ক নিয়ে গুজব ছড়িয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top