মালাইকার ভিডিও ভাইরাল
প্রকাশিত:
৩০ জানুয়ারী ২০২৩ ০৪:৫৭
আপডেট:
২১ এপ্রিল ২০২৫ ১৫:৩৪

বলিউডের দুই তারকা আরবাজ খান এবং মালাইকা অরোরার দাম্পত্য জীবনকে আদর্শ হিসেবে ধরা হতো একসময়। তবে ১৮ বছর সংসার জীবন শেষে বিচ্ছেদ ঘটান তারা। বি-টাউনের অলিতে-গলিতে কান পাতলেই শোনা গিয়েছিল অর্জুন কাপুরের জন্যই নাকি সম্পর্ক ভেঙেছিল মালাইকা-আরবাজের। প্রথম বিচ্ছেদ ঘটিয়ে মালাইকার সঙ্গে সম্পর্কে জড়ান। বর্তমানে তাদের চলাফেরায় গভীর সম্পর্কের ইঙ্গিত দেয়। আর সম্প্রতি মুম্বই বিমানবন্দরে সাবেক স্বামী আরবাজের সঙ্গে দেখা হয় অভিনেত্রীর। আর এসময় তাকে জড়িয়ে ধরেন সাবেক স্ত্রী মালাইকা। সেই ভিডিও পোস্টের পরই তা ভাইরাল হয়। বিভিন্ন প্রতিক্রিয়া দেখা যাচ্ছে ভিডিওটিতে। আরবাজ-মালাইকা স্বামী-স্ত্রী হিসেবে না থাকতে পারলেও তাদের ছেলে আরহানের মা-বাবার ভূমিকা যৌথভাবে পালন করেন।
আরহানকেই মুম্বই বিমানবন্দরে ছাড়তে গিয়েছিলেন মালাইকা ও আরবাজ। ছেলে বিমানবন্দরে প্রবেশ না করা পর্যন্ত দাঁড়িয়ে ছিলেন দু’জন। তারপর যে যার পথে যাওয়ার আগে সৌজন্যমূলক আলিঙ্গন করেন। আর সেই ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এদিকে অর্জুনের সঙ্গে মালাইকার প্রেম এখন রটনা নয়, ঘটনা। অন্যদিকে গ্যাব্রিয়েলার সঙ্গে আরবাজের একসঙ্গে থাকার খবরও শোনা যায়। হৃদ্যতাও বজায় রেখেছেন দু’পক্ষ।
আপনার মূল্যবান মতামত দিন: