করোনায় আক্রান্তদের ফ্রি অক্সিজেন সার্ভিস দিচ্ছে বাংলাদেশ ইউনিভার্সিটি
প্রকাশিত:
২৪ এপ্রিল ২০২১ ১৯:০৩
আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ০৭:২৪

করোনায় আক্রান্ত ইউনিভার্সিটির ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের মাঝে সম্পূর্ন বিনামূল্যে অক্সিজেন সার্ভিস চালু করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ইউনিভার্সিটি কর্তৃপক্ষ।
গত ৫ এপ্রিল ২০২১ ভার্চুয়ালি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইউনিভার্সিটির পরিচালক ইঞ্জিনিয়ার কাজী তাইফ সাদাত। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটির ট্রেজারার জনাব কামরুল হাসান, রেজিস্ট্রার বিগ্রেডিয়ার জেনারেল মাহাবুবুল হকসহ (অবঃ) বিভিন্ন বিভাগীয় প্রধানগণ।
বাংলাদেশ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান কাজী জামিল আজহারের সার্বিক দিক নির্দেশনায় প্রথম পর্যায়ে মোট ১০টি সিলিন্ডারের মাধ্যমে এ কার্যক্রম শুরু হলো। ভবিষ্যতে করোনায় আক্রান্ত ঢাকা শহরের গরীব এবং দুস্থদের প্রয়োজনেও এ সেবা আরও বিস্তৃত করা হবে বলে জানান এর তত্ত্বাবধায়ক ইঞ্জিনিয়ার কাজী তাইফ সাদাত।
আপনার মূল্যবান মতামত দিন: