বুধবার, ৯ই এপ্রিল ২০২৫, ২৫শে চৈত্র ১৪৩১


ডা. সংযুক্তার মোবাইল ফোন ‘ফরেনসিক টেস্ট’ করার দাবি


প্রকাশিত:
২ জুলাই ২০২৩ ২১:২৫

আপডেট:
৯ এপ্রিল ২০২৫ ০৫:৪৮

 ফাইল ছবি

চিকিৎসাজনিত প্রতারণায় প্রসূতি মাহবুবা রহমান আঁখি ও তার নবজাতকের মৃত্যুতে নিজের সংশ্লিষ্টতা নেই বলে দাবি করলেও ডা. সংযুক্তা সাহার নির্দেশনাতেই সব হয়েছে বলে পাল্টা দাবি করেছে সেন্ট্রাল হসপিটাল কর্তৃপক্ষ।

একইসঙ্গে ডা. সংযুক্তা সাহার মোবাইল ফোনটি ‘ফরেনসিক টেস্ট’ করার দাবি জানিয়ে হসপিটাল কর্তৃপক্ষ বলছে, সংযুক্তা সাহার মোবাইলের কল লিস্ট, হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারের কথোপকথন ফরেনসিক করে রেকর্ড যাচাই করলে সব স্পষ্ট হয়ে যাবে।

রোববার (২ জুলাই) সেন্ট্রাল হসপিটালের পরিচালক ডা. এম এবি সিদ্দিক ও ভাইস চেয়ারম্যান ডা. এমএ কাশেম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাহবুবা রহমান আঁখি সেন্ট্রাল হসপিটালে আসার পূর্বেই ডা. সংযুক্তা সাহার ড্রাইভার মো. জমিরের সাথে কথা হয়েছে এবং এবিষয়ে সংযুক্তা সাহাও জানতেন।

মো. জমিরের সাথে রোগীর কথোপকথনের রেকর্ড এবং রাত সাড়ে দশটার পর থেকে রাত তিনটা পর্যন্ত উক্ত রোগীর বিষয়ে অধ্যাপক ডা. সংযুক্তা সাহার মোবাইলের কল লিস্ট, হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারের কথোপকথন ফরেনসিক করে রেকর্ড যাচাই করলে সব স্পষ্ট হয়ে যাবে।

ডা. সংযুক্তা হাসপাতালে না থাকলেও রোগীর চিকিৎসার বিষয়ে তিনি চিকিৎসকদের নির্দেশনা দিয়েছেন উল্লেখ করে আরও বলা হয়, ডা. শাহজাদী আমাদের জানিয়েছেন, অধ্যাপক ডা. সংযুক্তা সাহার সাথে উক্ত রোগীর বিষয়ে মোবাইলে কথা হয়েছে। এ বিষয়ে সংযুক্তা সাহার মোবাইলটি ফরেনসিক টেস্ট করলে সুস্পষ্ট তথ্য পাওয়া যাবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নরমাল ডেলিভারি এবং তার রোগীদের জন্য অধ্যাপক ডা. সংযুক্তা সাহার টিম ছিল। তার অনকল ডাক্তার ছিল। অনকল ডাক্তাররাই তার রোগী ডিল করতেন।

সেন্ট্রালের ডাক্তাররা ডা. সংযুক্তা সাহা ও তার টিমের নির্দেশনা অনুসারে দায়িত্ব পালন করেন মাত্র। তবে উক্ত রোগীকে অধ্যাপক ডা. সংযুক্তা সাহার আন্ডারে ভর্তির বিষয়ে প্রশাসন-ম্যানেজমেন্টের কোনো ধরনের সম্পৃক্ততা নেই।

এতে দাবি করা হয়, মাহবুবা রহমানের স্বামী ইয়াকুব আলী নিজেই বলেছেন যে, তিনি আনুমানিক ভোর ৪.৫০ এ হসপিটালের দায়িত্বরত উপ-পরিচালক ডা. মাসুদ পারভেজকে এ বিষয়ে অবহিত করেন।
এদিকে মো. ইয়াকুব আলী আবার বলছেন সেন্ট্রাল কর্তৃপক্ষ নাকি বলেছে অধ্যাপক ডা. সংযুক্তা সাহা আছেন, কিন্তু তার (মো. ইয়াকুব আলীর) উক্ত বক্তব্যের কোন সত্যতা পাওয়া যায়নি।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top