সোমবার, ৬ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১


বাংলাদেশকে ১৩ জুনের মধ্যে ছয় লাখ টিকা দিতে চায় চীন


প্রকাশিত:
৫ জুন ২০২১ ২১:০১

আপডেট:
৬ মে ২০২৪ ০৩:০৯

ফাইল ছবি

বাংলাদেশকে দ্বিতীয় দফায় যে ছয় লাখ টিকা দেওয়ার কথা ছিল, তা ১৩ জুনের মধ্যে দিতে চায় চীন। কিন্তু, বাংলাদেশ কবে এ টিকা গ্রহণ করবে তা নিশ্চিত করেনি। শনিবার (০৫ জুন) চীনা দূতাবাসের উপরাষ্ট্রদূত হুয়ালং ইয়ান গণমাধ্যমকে এ তথ্য জানান।

এর আগে, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে ফোনালাপের সময় ছয় লাখ টিকা উপহার হিসেবে দেওয়ার কথা জানান। এসময় টিকা উপহারের ঘোষণা বাংলাদেশের প্রতি চীনের বন্ধুত্বের নিদর্শন বলে জানান এ কে আব্দুল মোমেন।

১২ মে বাংলাদেশকে সিনোফার্মের তৈরি পাঁচ লাখ টিকা উপহার হিসেবে দিয়েছিল চীন। দ্বিতীয় দফায় যে ছয় লাখ টিকা বাংলাদেশকে চীন দিচ্ছে, সেটাও সিনোফার্মের তৈরি।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top