মঙ্গলবার, ৮ই জুলাই ২০২৫, ২৩শে আষাঢ় ১৪৩২


গত ২৪ ঘণ্টায় ১১ জনের করোনা শনাক্ত


প্রকাশিত:
৭ জুলাই ২০২৫ ২১:৩৭

আপডেট:
৮ জুলাই ২০২৫ ০২:৫৮

ছবি সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ১১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তবে এই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

সোমবার (৭ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মোট ৩৩৪টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্তের হার দাঁড়িয়েছে ৩ দশমিক ২৯ শতাংশ। চলতি বছর এখন পর্যন্ত মোট ৬৪৩ জন করোনা আক্রান্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে ২৪ জনের।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, দেশে এ পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫২ হাজার ১৮৮ জনে। আর মৃত্যু হয়েছে মোট ২৯ হাজার ৫২৩ জনের।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথমবারের মতো তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। ওই বছরের ১৮ মার্চ দেশে প্রথম একজনের মৃত্যু হয়।

এছাড়া বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশে এ পর্যন্ত মোট ১ কোটি ৫৭ লাখ ৩৩ হাজার ৮৩৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। করোনা সংক্রমণ শুরুর পর থেকে দেশে মোট শনাক্তের হার ১৩ দশমিক শূন্য ৪ শতাংশ। বর্তমানে করোনা থেকে সুস্থতার হার ৯৮ দশমিক ৪১ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top