মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


দিল্লির মেয়র নির্বাচনে আম আদমির কাছে বিজেপির পরাজয়


প্রকাশিত:
২৩ ফেব্রুয়ারি ২০২৩ ০৪:১৪

আপডেট:
২২ এপ্রিল ২০২৫ ০৩:৩৫

 ফাইল ছবি

ভারতের রাজধানী নয়া দিল্লির মেয়র নির্বাচনে জয় পেয়েছেন আম আদমি পার্টির (এএপি) শেলি অবেরয়। এ নির্বাচনে তিনি হারিয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল বিজেপির রেখা গুপ্তকে।

বুধবার দিল্লি হাউজে মেয়র নির্বাচন অনুষ্ঠিত হয়। যেখানে ভোটাধিকার প্রয়োগ করেন ২৬৬ জন নির্বাচিত জনপ্রতিনিধি। নির্বাচন শেষে ভোট গণনা করে শেলি অবেরয়কে দিল্লির মেয়র হিসেবে ঘোষণা করা হয়।

জানা গেছে, শেলি অবেরয় পেয়েছেন ১৫০ ভোট। অপরদিকে বিজেপির রেখা পেয়েছেন ১১৬ ভোট। মানে ৩৪ ভোট বেশি পেয়ে গুরুত্বপূর্ণ এ পদে নির্বাচিত হয়েছেন শেলি।

এদিকে এর আগে ২০২২ সালের ডিসেম্বরে দিল্লির মিউনিসিপ্যাল কর্পোরেশনের ২৫০টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে এককভাবে ১৩৪টি আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠতা পায় আম আদমি পার্টি। অপরদিকে বিজেপি ১০৪ আসনে জয় পায়।

মিউনিসিপ্যাল কর্পোরেশনের নির্বাচন শেষে মেয়র নির্বাচন হওয়ার কথা ছিল। যেখানে নির্বাচিত কাউন্সিলররা ভোট দিয়ে নতুন মেয়র নির্বাচন করবেন।

কিন্তু এ নির্বাচন তিনবার পিছিয়ে যায়। কারণ নির্বাচনে কিছু নির্ধারিত ব্যক্তিকে ভোটাধিকার দেয় ক্ষমতাসীন বিজেপি। যা মেনে নেয়নি আম আদমি। এই ভোটাধিকারের বিরুদ্ধে উচ্চ আদালতে যায় দলটি। এরপর উচ্চ আদালতের প্রধান বিচারপতি ধনাঞ্জয়া চন্দ্রচূড় রায় দেন, নির্ধারিত নয়, শুধুমাত্র নির্বাচিতরাই ভোট দিতে পারবেন।

সব ঝামেলা শেষে অবশেষে বুধবার দুই ঘণ্টাব্যাপী শান্তিপূর্ণ মেয়র নির্বাচন অনুষ্ঠিত হয়।

মেয়র নির্বাচন শেষে এখন ডেপুটি মেয়র এবং ছয় সদস্যের স্ট্যান্ডিং কমিটির নির্বাচন হবে। জানা গেছে, স্ট্যান্ডিং কমিটির নির্বাচনে আম আদমি তিনটি এবং বিজেপি ২টি আসন পাবে। অপর আসনটি কোন দল পাবে সেটি এখনো নিশ্চিত নয়।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top